ওয়েবডেস্ক- বাংলায় (West Bangal) এসআইআর (SIR) নিয়ে চাপানউতোর অব্যাহত। একদিকে কমিশনের বক্তব্য, সুষ্ঠু ভোটার করতেই এই ব্যবস্থা, অপরদিকের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) বক্তব্য এই পুরো প্রক্রিয়াটাই চক্রান্ত। কারণ এত তাড়াহুড়ো করা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। এই আবহে আগামীকাল ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। তাই আগেই রাজ্যবাসীকে আশ্বস্ত করে এক্স হ্যান্ডেলে পোস্ট করল শাসকদল।
BLO অ্যাপ থেকে সংশ্লিষ্ট বুথের BLO নিজের বুথের খসড়া ভোটার তালিকা দেখতে পারেন। এখন থেকেই এই খসড়া ভোটার তালিকা দেখতে পাওয়া যাচ্ছে বিএলও অ্যাপে। এমনকি ওই নির্দিষ্ট বুথের মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট এবং নিখোঁজ ভোটারের সংখ্যাও দেওয়া রয়েছে BLO অ্যাপে।
বাংলাকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার একটি রাজনৈতিক ষড়যন্ত্র।
মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা ভয় পাওয়ার দরকার নেই। রাজ্যবাসীর সঙ্গে আছে সরকার। প্রতিটি ভোটারকে সুরক্ষা দেবে রাজ্য সরকার। কোনও ষড়যন্ত্র সফল হবে না।এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূল কংগ্রেসের।
আরও পড়ুন- বিজেপির নয়া কার্যকরী সভাপতি নীতীন নবীনকে শুভেচ্ছা শমীকের
একটি বেসরকারি সংবাদ পত্রের পরিসংখ্যান সূত্র ধরে অভিযোগ বিজেপি ও নির্বাচন কমিশনের ষড়যন্ত্র প্রায় ২ কোটি বাংলার ভোটারকে এসআই আরের নামে হিয়ারিংয়ে ডাকা হবে। প্রায় ৩০ লক্ষ ভোটারের নামে আগের লিস্টে নানান অভিযোগ এ বাদ করার ভয় দেখানো। পোস্ট তৃণমূলের এক্স হ্যান্ডেলে।
দেখুন আরও খবর-







