২০২৫ পিতৃপক্ষেই শুরু হতে চলেছে ভদ্ররাজযোগ। ভদ্ররাজযোগে (Bhadra Raja Yoga) জাতক জাতিকাদের (Zodiac Sign) জীবনে শুভ ফল প্রাপ্তি ঘটে। বেশ কিছু রাশির জন্য এই সময়টি শুভ ফল প্রদান করবে। ৭ সেপ্টেম্বর পড়েছে পিতৃপক্ষ। এই তিথি শেষ হবে মহালয়ার দিন। ওই দিনই পিতৃপক্ষের অবসান।
সিংহ-ভাগ্য আপনার সহায়ক হবে। জীবনে এতদিন যে সমস্যাগুলির মধ্যে দিয়ে যাচ্ছিলেন, এবার তার থেকে মুক্তি পাবেন। যারা এতদিন চাকরি নিয়ে সমস্যায় ভুগছিলেন, এবার সেই চিন্তা দূর হবে। নয়া চাকরির যোগ রয়েছে। চাকরির জন্য রাজ্যের বাইরে যেতে হতে পারে। জীবনে এমন কোনও মানুষের সঙ্গে আলাপ হবে, যে আপনার ভাগ্যের মোড় ঘুরিয়ে দেবে। আর্থিক দিক দিয়ে অপ্রত্যাশিত প্রাপ্তির যোগ রয়েছে।
ধনু- কর্মভাবে এই রাজযোগ তৈরি করবে। আয়ের দিক ভালো। কর্মক্ষেত্রে উন্নতি হবে। চাকুরিরত এবার পরিশ্রমের ফল পাবেন। বিনিয়োগ করলে লাভের মুখ দেখবেন। জীবনে মানসিক প্রশান্তি আসবে। যারা চাকরির ইন্টারভিউ দিচ্ছেন, তারা মনের মতো চাকরি পেতে পারেন। ভাগ্য আপনার সাথ দেবে। যেকোনও কাজে পরিবারে সহযোগিতা পাবেন।
আরও পড়ুন- হংস মহাপুরুষ রাজযোগ এই রাশির জীবনে প্রভাব ফেলবে
মকর- এই শুভ যোগ আপনাকে আর্থিক দিক দিয়ে লাভবান করবে। বিশেষ করে কর্মক্ষেত্রে প্রশংসা, পদোন্নতি হবে, সম্মান বাড়বে। ব্যবসায় এত দিন যাদের লোকসানে যাচ্ছিল, এবার তারা লাভের মুখ দেখবেন। ব্যয়ের একাধিক পথ খুলে যাবে। বিদেশ যাত্রার যোগ রয়েছে। শিক্ষার্থীদের জন্য এই সময়টি শুভ ফল দেবে। দাম্পত্য জীবনে মাধুর্য্য বাড়বে। অবিবাহিতদের জীবনে নতুন প্রেমের সঞ্চার হতে পারে। ছোটখাটো ভ্রমণ হতে পারে। স্বাস্থ্য ভালো যাবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।