কলকাতা: হাতে গোনা কয়েকটা দিন পর ক্রিসমাস (Christmas Party)। অনেকেই ক্রিসমাসে বাইরে বের হওয়ার পরিবর্তে ঘরেই বন্ধু-বান্ধব সহযোগে পার্টি করতে ভালোবাসেন। বড়দিনের (Christmas Day 2025) সময় বাড়ি সাজানো মানেই কেবল ক্রিসমাস ট্রি (Christmas Tree) নয়, বরং আরও নানা কায়দা! এই বছরের ট্রেন্ডে রয়েছে নানান আকর্ষণীয় ডেকোরেশন আইডিয়া। অনেকেই ছোট ছোট লাইট এবং রংবেরঙের ওয়াল হ্যাঙ্গিং দিয়ে ঘরকে করে তুলছেন অনন্য। এছাড়া, বাড়ির অভ্যন্তরের পাশাপাশি বাইরে অনুষ্ঠিত হচ্ছে ক্রিসমাসের আলোকসজ্জা প্রদর্শনী, যা দেখতে ভিড় জমাচ্ছে শহরের মানুষ।
এই বছর বড়দিনের সাজে নতুনত্ব আনতে চাইলে, বেছে নিতে পারেন ইউনিক থিম। ক্রিসমাসের জন্য বিশেষ তৈরি সেন্টারপিস, রঙিন ক্যান্ডেল, আর্টিফিশিয়াল তুষার এবং টেবিল ডেকোরেশনও রয়েছে জনপ্রিয়তার শীর্ষে। বাড়ির আয়নাগুলোকে সাজিয়ে তুলতে পারেন বিশেষ লাইট বা ক্রিসমাসের মোটিফ দ্বারা। বড়দিনের এই সময়ে, প্রতিটি বাড়িই যেন হয়ে উঠছে নিজের সৃজনশীলতার এক অনন্য প্রদর্শনী।
আরও পড়ুন: ২০২৬ সালে বিশ্বজুড়ে বড় পরিবর্তন হতে চলেছে!
অন্য খবর দেখুন








