কলকাতা: জয়া আহসান (Jaya Ahsan), তাঁর অভিনয় প্রশংসিত দুই বাংলাতেই। টলিউডের পাশাপাশি বাংলাদেশেও চুটিয়ে অভিনয় করেন জয়া। অভিনেত্রীর শুধু অভিনয় নয়, তাঁর গ্ল্যামারভক্তদের কাছে বিশেষ আকর্ষণ। এবার নায়িকার ছবি পোস্ট হওয়া মাত্রই সেখানে প্রশংসার পাশাপাশি জোটে কটাক্ষও। এর আগেও জয়ার পোশাক নিয়ে ট্রোলিং হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কখনও তাঁর পোশাক নিয়ে কটাক্ষ আবার কখনও তাঁর বয়স নিয়ে।
শীতের দিনে জয়া সোশ্যাল মিডিয়া পেজে ৩টি ছবি শেয়ার করে উত্তাপ বাড়িয়েছেন। যেখানে তাঁকে হলুদ রঙের ডিপ নেক বডি হাগিং ওয়ান পিসে দেখা গিয়েছে। সঙ্গে কালো রঙের হাই হিল ও বিস্কুট রঙের ব্লেজার। আর এই ছবি পোস্ট করতেই জয়াকে নেটিজেনের একাংশ কটাক্ষ করতে শুরু করে। কেউ লেখেন, হায়রে ভাই এই বুড়া বয়সে আইসা কি শুরু করেছিস। আবার কেউ লেখেন, নিজের ফটোগ্রাফার বদলে ফেলুন। আবার কেই কেউ খারাপ মন্তব্য করতে ছাড়েন না। তবে এইসব ট্রোলিং বা কটাক্ষের কোনও জবাব দেননি জয়া। তার দারুণ সব ফ্যাশন সেন্স নিয়মিতই মুগ্ধ করে অনুরাগীদের। কিছু নেটিজেনরা তাঁকে ট্রোলড করতে ছাড়েনি। তবে এই সব কটাক্ষে পাত্তা দিতে নারাজ অভিনেত্রী।
View this post on Instagram
অন্য খবর দেখুন








