Sunday, November 2, 2025
HomeScrollমেক্সিকোয় ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ কাড়ল ২৩ জনের, আহত ১১
Mexico

মেক্সিকোয় ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ কাড়ল ২৩ জনের, আহত ১১

মেক্সিকোর একটি সুপারমার্কেটে বিস্ফোরণ

ওয়েব ডেস্ক: মেক্সিকোর একটি সুপারমার্কেটে বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ড। যার জেরে প্রাণ হারালেন অন্তত ২৩ জন। ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১১ জনেরও বেশি। সূত্রের খবর, বিস্ফোরণের জেরে মেক্সিকোর উত্তর-পশ্চিমে অবস্থিত হারমোসিলো শহরের শপিংমলে স্থানীয় সময় শনিবার আগুন লেগেছে বলে জানা গিয়েছে। তবে এই বিস্ফোরণের কারণ কী, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। তবে ২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সোনোরা প্রদেশের গভর্নর আলফনসো ডুরাজ়ো। সে দেশের প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম এই ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন।

 


স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে ১২ জন মহিলা, ৫ জন পুরুষ, ৪ জন বালক এবং ২ জন বালিকা রয়েছে। মৃতদের পরিবারের লোকেদের সব রকমের সাহায্যের জন্য ইতিমধ্যেই বিশেষ দলগঠনের নির্দেশ দিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট। আহতদের চিকিৎসার বিষয়েও নজর রাখছে স্থানীয় প্রশাসন। ফরেন্সিক মেডিক্যাল সার্ভিসকে উদ্ধৃত করে সেই প্রদেশের অ্যাটর্নি জেনারেল গুস্তাভো সালাস জানিয়েছেন, বিষাক্ত গ্যাসের জেরেই বিস্ফোরণ, যা থেকেই অধিকাংশ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: লন্ডনগামী ট্রেনে ভয়াবহ কাণ্ড, যাত্রীদের উপর এলোপাথাড়ি ছুরির কোপ!

সোরোনার গভর্নর আলফনসো ডুরাজ়ো এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘সোনোরার পক্ষে এটা খুবই দুঃখের দিন। বিশেষ করে যাঁরা প্রিয়জনদের হারেলেন। ক্ষতিগ্রস্তদের পরিবারকে সমস্ত রকম সহায়তা করবে স্টেট গভর্নমেন্ট।’

 

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম বলেছেন, ‘হারমসিলো স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রিয়জনকে আমি সমবেদনা জানাই। সোনোরার গভর্নর আলফনসো ডুরাজ়োর সঙ্গে আমি যোগাযোগ রেখেছি। ক্ষতিগ্রস্তদের সমস্ত রকমের সহায়তা করা হবে।’

 

 

দেখুন খবর:

Read More

Latest News