Friday, October 3, 2025
spot_img
HomeScrollবিজয়ার সকাল থেকেই নদীয়ায় চলছে মায়ের বরণ পর্ব
Durga Puja 2025

বিজয়ার সকাল থেকেই নদীয়ায় চলছে মায়ের বরণ পর্ব

মাজদিয়ায় দশমীর সিঁদুর খেলায় মাতোয়ারা মহিলারা

নদীয়া: নবমীর (Nabami) নিশি শেষে আজ মহাসমারোহে পালিত হল বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর (Durga Puja 2025) সমাপ্তি। দশমীর মন্ত্রোচ্চারণে শুরু হল মায়ের বিদায়ের পালা (District News)।

নদীয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়ার বিভিন্ন মণ্ডপে সকালে দেবীকে বরণ করার পর মহিলারা নিজেদের মধ্যে সিঁদুর খেলায় মেতে ওঠেন। লাল সিঁদুরে রাঙা মুখে আনন্দের হাসি, এই দৃশ্য ঘিরেই ধরা দিল বাঙালি জীবনের অনন্য রং।

আরও পড়ুন: বৃষ্টিতে বিসর্জন নিয়ে প্রস্তুত কলকাতা পুরসভা, আশ্বাস মেয়র ফিরহাদ হাকিমের

সিঁদুর খেলার আচার যেন বিদায়বেলায় দুঃখকে ঢেকে দিয়ে নতুন আনন্দের বার্তা নিয়ে আসে। মায়ের আশীর্বাদে আগামী বছর আরও শুভ হোক এই প্রার্থনাই করেন উপস্থিত ভক্তরা।

দেখুন আরও খবর: 

Read More

Latest News