Tuesday, October 28, 2025
HomeScroll৭ রাশির শুরু হচ্ছে রাজ-যোগ, ভাগ্য হবে সোনায় মোড়ানো
Aajker Rashifal

৭ রাশির শুরু হচ্ছে রাজ-যোগ, ভাগ্য হবে সোনায় মোড়ানো

কেমন যাবে আজকের দিন?

ওয়েব ডেস্ক: আজ মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ (Today’s Horoscope)। চন্দ্র অবস্থান করছে ধনু রাশিতে, রাত ৭টা ২১ মিনিটের পর প্রবেশ করবে মকর রাশিতে। আজ সপ্তমী তিথি শেষ হবে রাত ৪টা ৫২ মিনিটে, এরপর শুরু হবে অষ্টমী তিথি (Aajker Rashifal)।

মেষ (Aries)

ভাগ্য উজ্জ্বল হবে আপনার পরিশ্রমের ফলেই। নিজেকে আরও দক্ষ ও আপডেট রাখুন।
শুভ সংখ্যা: ৭৩

 বৃষ (Taurus)

কঠিন সময়ে পাশে থাকা বন্ধুর মূল্য দিন। অর্থের চেয়ে সম্পর্ককে গুরুত্ব দিন।
শুভ সংখ্যা: ৯৪

আরও পড়ুন: ভাইফোঁটায় এই তিন রাশির জীবনে সাফল্য

 মিথুন (Gemini)

দাম্পত্য সম্পর্কে অর্থ নয়, সময়ই আসল। ভালোবাসা ও ধৈর্যই সম্পর্ক টিকিয়ে রাখবে।
শুভ সংখ্যা: ৫৬

 কর্কট (Cancer)

সহকর্মীদের মতামত শুনুন। নতুন সুযোগ আসছে কাজে বা ব্যবসায়।
শুভ সংখ্যা: ৭৭

 সিংহ (Leo)

আত্মবিশ্বাস ভালো, কিন্তু অহংকারে নয়। নম্রতা বজায় রাখলে সাফল্য নিশ্চিত।
শুভ সংখ্যা: ৫৪

 কন্যা (Virgo)

পরিজনের সঙ্গে সম্পর্ক মজবুত করুন। পরিশ্রমের স্বীকৃতি মিলবে।
শুভ সংখ্যা: ৪২

 তুলা (Libra)

বিদেশি যোগাযোগে উন্নতি, নতুন সুযোগ আসতে পারে ব্যবসায়।
শুভ সংখ্যা: ৬০

বৃশ্চিক (Scorpio)

বিনিয়োগে সাফল্যের ইঙ্গিত। খাদ্য বা পানীয় ব্যবসায় সততা বজায় রাখুন।
শুভ সংখ্যা: ২৫ ধনু (Sagittarius)

রাগ বা জেদ এড়িয়ে চলুন। মানিয়ে নেওয়ার ক্ষমতাই আজ আপনাকে সফল করবে।
শুভ সংখ্যা: ১৭

 মকর (Capricorn)

বিদেশযাত্রা বা নতুন ব্যবসায়িক চুক্তির সম্ভাবনা। লাভের দিন।
শুভ সংখ্যা: ১২

 কুম্ভ (Aquarius)

বকেয়া অর্থ ফেরত পাবেন। পারিবারিক কাজে জ্যেষ্ঠের পরামর্শে উপকার।
শুভ সংখ্যা: ৮৫

 মীন (Pisces)

নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন। বেকারদের জন্য নতুন সম্ভাবনা।
শুভ সংখ্যা: ৩০

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

দেখুন আরও খবর: 

Read More

Latest News