ওয়েবডেস্ক- জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) কিশতওয়ারে (Kishtwar) মেঘভাঙা বৃষ্টিতে (Cloud brust) মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। এখনও ৩২ জন মানুষের কোনও খোঁজ নেই। প্রায় ৬৫ জনের মৃত্যু হয়েছে। গতকালই কিশওয়ার পরিদর্শনে যাচ্ছিলেন রাজনাথ সিং। সেই সময় বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তড়িঘড়ি উড়ানটিকে ফেরানো হয় দিল্লিতে। অপর একটি বিমানে জম্মু কাশ্মীরদের দুর্গত এলাকায় যাবেন তিনি।
লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা (Lieutenant Governor Manoj Sinha) জানিয়েছেন, আবহাওয়ার পরিস্থিতি অনুকূল থাকলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh) আজ জম্মুতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। তিনি কিশতওয়ার জেলার চাসোটি গ্রাম পরিদর্শন করতে পারেন।
ওই গ্রাম মেঘ ভাঙা বৃষ্টিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল। শনিবার জম্মু কাশ্মীর যাওয়ার পথে উড়ান বিভ্রাটে পড়েন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। জম্মু যাওয়ার পথে সমস্যায় পড়েন কেন্দ্রীয় মন্ত্রী, ফলে বিমানটি দিল্লিতে অবতরণ করে।
আরও পড়ুন- LAC’ র কাছেই লাদাখের নায়োমা বিমানঘাঁটি, অক্টোবরে উদ্বোধন মোদির
রবিবার সকালে আহতদের সঙ্গে দেখা করতে আজ সকালে জম্মুর সরকারি মেডিকেল কলেজ (জিএমসি) পরিদর্শন এলজি মনোজ সিনহা। তিনি সাংবাদিকদের বলেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে এখনও ৩২ জন নিখোঁজ। আহদের অবস্থা স্থিতিশীল।
উপরাজ্যপাল বলেন, ত্রাণ ও পুনর্বাসনের প্রচেষ্টা চলছে, এখন পর্যন্ত ক্ষতিগ্রস্তদের ৪.১৩ কোটি টাকা বিতরণ করা হয়েছে। তিনি আশ্বাস দেন যে, জম্মু ও কাশ্মীর প্রশাসন এবং কেন্দ্র উভয়ই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছে। পূর্ণ সহায়তা প্রদান করবে। মনোজ সিনহা জানিয়েছেন আবহাওয়া অনুকূল থাকলে, প্রতিরক্ষামন্ত্রী কিশতয়ার যাবেন, অন্যথায় তিনি দিল্লিতে ফিরে আসার আগে জম্মুর সরকারি মেডিকেল কলেজ আসবেন।
ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
দেখুন আরও খবর-