কল্যাণী: একসময় কল্যাণী (Kalyani) ব্লকের সান্যালের চরে দশটিরও বেশি দুর্গাপুজো (Durga Puja) হত। কিন্তু ক্রমাগত গঙ্গার ভাঙনে গ্রামটির অধিকাংশই নদীগর্ভে চলে গেছে। এবছর আবার ভাঙনের সঙ্গে যোগ হয়েছে অকাল বৃষ্টির দাপট, যার ফলে কৃষকের ফসলও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফলত এবছর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব সান্যালের চরে যেন উৎসবের আমেজ হারিয়েছে। গোটা এলাকায় এখন কোনওরকমে হচ্ছে মাত্র দুটি দুর্গাপুজো। পুজো কমিটির রেজিস্ট্রেশন না থাকায় সরকারি অনুদানও জোটেনি। বাধ্য হয়ে গ্রামবাসীরা নিজেরাই বাঁশ, ত্রিপল ও সামান্য চাঁদার টাকায় দুর্গামূর্তি গড়ে পুজো করছেন।
আরও পড়ুন: জামালপুরে মেহেমুদেই ভরসা রাখলো দল, লড়াকু সৈনিককেই ব্লকসভাপতি করলেন মুখ্যমন্ত্রী
অর্থাভাবের কারণে অনেক পরিবারই এবছর নতুন জামাকাপড় কিনতে পারেননি। তবুও “মা এসেছেন” এই আনন্দে যেটুকু সম্ভব তাই দিয়েই দুর্গোৎসব সারছেন সান্যালের চরবাসী।
দেখুন আরও খবর: