Friday, November 7, 2025
HomeScrollSIR-এর বিরুদ্ধে প্রতিবাদ ৩ দিনে পড়ল মতুয়াদের আম/র/ণ অনশন, দেখুন কী অবস্থা
Bongaon Motua

SIR-এর বিরুদ্ধে প্রতিবাদ ৩ দিনে পড়ল মতুয়াদের আম/র/ণ অনশন, দেখুন কী অবস্থা

মতুয়া ভক্তদের একাংশের মধ্যে হিন্দু শংসাপত্র নিয়ে বাড়ছে ক্ষোভ

বনগাঁ: এসআইআররের প্রতিবাদে ঠাকুরনগরে মতুয়াদের (Bongaon Motua Community) আমরণ অনশন। ‘নিঃশর্ত নাগরিকত্বে ‘নিঃশর্ত’ দাবিতে ঠাকুরবাড়ি প্রাঙ্গণে তৃণমূল সমর্থিত গোষ্ঠীর অনশন শুরু করেছে। এসআইআর আবহে ঠাকুরবাড়িতে তুঙ্গে গোষ্ঠীকোন্দল। হিন্দু শংসাপত্র বিলি নিয়ে চরম অসন্তোষ মতুয়া মহলে। অনেকেই ঠাকুরবাড়ির পারিবারিক দ্বন্দ্বের মাঝে পড়ে এসব সমস্যায় পড়ে বলছেন, ‘হিন্দু হওয়া সত্বেও ১০০ টাকা খরচ করে এদের থেকে হিন্দুর শংসাপত্র নিতে চাই না।’এলাকা জুড়ে পুলিশি নজরদারি বৃদ্ধি। শিবিরের পাশে হেল্পডেস্ক—ডকুমেন্ট সহায়তা শুরু।

নাগরিকত্বের আবেদনের জন্য হিন্দু ধর্মের শংসাপত্র (Hindu Certificate) জরুরি। হিন্দু সার্টিফিকেটের সঙ্গে করানো হচ্ছে মতুয়া কার্ডও। দেশের নাগরিকত্ব পেতে এই দুই জরুরি পরিষেবার মতুয়া ভক্তদের কাছে পৌঁছে দিতেই গত কয়েক মাস ধরেই ঠাকুরবাড়ির দুই জায়গায় ভিন্ন ভিন্ন ভাবে শিবির খুলেছেন শান্তনু ও সুব্রত ঠাকুর। প্রতিদিন দূরদূরান্ত থেকে বহু মতুয়া ভক্ত আসছেন হিন্দু শংসাপত্র এবং মতুয়া কার্ড নিতে। মতুয়া ভক্তদের একটা অংশকে এই হিন্দু শংসাপত্র নিয়ে ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেল। তাঁদের দাবি, ‘আমরা তো হিন্দু। তা হলে কেন আমাদের হিন্দুত্বের প্রমাণ দিতে নিতে হবে হিন্দু শংসাপত্র? হিন্দু হওয়া সত্বেও ১০০ টাকা খরচ করে হিন্দুর শংসাপত্র নিতে চাই না।বড়মা বীণাপাণি ঠাকুরের মন্দিরের সামনে তৃণমূল প্রভাবিত অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের আমরণ অনশন দ্বিতীয় দিনে পড়ল। ২১ জন অনশনে অংশগ্রহণকারী মতুয়া গোঁসাই, দলপতিরা মঞ্চে রয়েছেন।

দেখুন ভিডিও

Read More

Latest News