Sunday, October 19, 2025
HomeScrollপাঁচ বন্ধুর যৌথ প্রয়াসে উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের মুখে ফুটল হাসি
Nadia

পাঁচ বন্ধুর যৌথ প্রয়াসে উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের মুখে ফুটল হাসি

উত্তরবঙ্গের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে পাঁচ বন্ধু

নদিয়া: বিপদের সময়ই প্রকৃত বন্ধুত্বের পরিচয় মেলে, তা প্রমাণ করলেন মাজদিয়ার পাঁচ বন্ধু। উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা (North Bengal Flood) পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে তারা এগিয়ে এসেছেন সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে, কোনও রাজনৈতিক সংগঠনের ব্যানার ছাড়াই। নিজেদের অর্থে ও এলাকার মানুষের কাছ থেকে সামান্য সামান্য করে সাহায্য সংগ্রহ করে পৌঁছে গিয়েছেন মিরিকের প্রত্যন্ত গ্রামে। সেখানকার পঞ্চায়েত সদস্যের সহযোগিতায় দুর্গতদের হাতে তুলে দিয়েছেন কম্বল, বিছানার চাদর, শিশুদের জন্য দুধ, বিস্কুট, খাতা ও পেন্সিল। বিশেষত চা-বাগানের শ্রমিকদের হাতে এই সামগ্রী পৌঁছে দেন তারা (District news)।

আরও পড়ুন: কালীপুজোর আগে বাংলাজুড়ে মেঘলা আকাশ ! কী বলছে হাওয়া অফিস?

প্রকৃত বন্ধুর মতোই এই পাঁচ তরুণ প্রমাণ করেছেন, মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজন শুধু সদিচ্ছা, রাজনৈতিক পরিচয়ের নয়। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মুখে হাসি ফুটিয়ে তোলাই ছিল তাঁদের একমাত্র উদ্দেশ্য। সামাজিক দায়িত্ববোধ থেকেই তাঁদের এই পদক্ষেপ, যা সমাজে এক অনুকরণীয় উদাহরণ। রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়িয়ে তাঁরা দেখিয়ে দিলেন, বিপদের সময় পাশে থাকাই প্রকৃত মানবতার পরিচয়। মাজদিয়ার এই পাঁচ বন্ধু আজ হয়ে উঠেছেন সহানুভূতি ও বন্ধুত্বের প্রকৃত প্রতীক।

দেখুন আরও খবর:

Read More

Latest News