Monday, October 6, 2025
spot_img
HomeScrollঅসম-বাংলা সীমান্তে উদ্ধার আগ্নেয়াস্ত্র, বক্সিরহাটে পুলিশের অভিযান

অসম-বাংলা সীমান্তে উদ্ধার আগ্নেয়াস্ত্র, বক্সিরহাটে পুলিশের অভিযান

রবিউল হোসেন, কোচবিহার: অসম-বাংলা (Assam-Bangla) সীমান্তে (Border) ফের আগ্নেয়াস্ত্র (Firearms) উদ্ধার। মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে কোচবিহারের (CoachBehar) বক্সিরহাট থানার পুলিশ অসম বাংলা সীমান্তের বক্সিরহাটের (Bakshirhat) বালাকুটি এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়।

একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। পাশাপাশি বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র রাখায় এক ব্যক্তিকে গ্রেফতার করে বক্সিরহাট থানার পুলিশ।

আরও পড়ুন: চাপে বাংলাদেশ, হাসিনাকে এখনই ফেরাবে না ভারত

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবরের ভিত্তিতে বালাকুটি এলাকায় একটি বাড়িতে অভিযান চালানো হয় অভিযান চালিয়ে একটি বেআইনি দেশীয় পিস্তল একগ্রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। পাশাপাশি বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে ভালা কটি এলাকার এক বাসিন্দাকে গ্রেফতার করে পুলিশ।

ধৃতের নাম আনোয়ার হোসেন (৪২ বছর)। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট  ধারায় মামলা রজু করে তুফানগঞ্জ দায়রা আদালতে পেশ করলে বিচারক তাকে পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

দেখুন অন্য খবর:

Read More

Latest News