Friday, August 29, 2025
HomeScrollপিঠে ইউভান, সমুদ্র সৈকতে ঘুরচ্ছেন শুভশ্রী

পিঠে ইউভান, সমুদ্র সৈকতে ঘুরচ্ছেন শুভশ্রী

কলকাতা: হাজার ব্যস্ততার মাঝেও সন্তানদের সঙ্গে সময় কাটান রাজ-শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে বার বার নজর কেড়েছে বিষয়টি। গত জানুয়ারিতে বিদেশে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানকার সুন্দর মুহূর্ত তুলে ধরলেন শুভশ্রী। নেটপাড়ায় ভাইরাল সেই ছবি।

বর্তমানে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) ব্যস্ত ‘ডান্স বাংলা ডান্স’-এর শুটিংয়ে। তবে তার মাঝেও ইউভান (Subhashree-Yuvaan)-ইয়ালিনিকে সময় দিচ্ছে। তবে কাজে অবসরে সপরিবারে ঘুরতে যান রাজ-শুভশ্রী। কখনও কখনও আবার সঙ্গে থাকেন বন্ধুবান্ধবরাও। গত জানুয়ারিতেই ফুকেতে ছুটি কাটাতে গিয়েছিলেন রাজ-শুভশ্রী। ইউভান-ইয়ালিনিকে নিয়ে সেই সময়টা বেশ সুন্দর কাটে তারকা দম্পতির। সেই অ্যালবাম থেকেই ইউভানের সঙ্গে কাটানো এক টুকরো মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। এ বার দেখা গেল মায়ের পিঠে চড়ে ঘুরে বেড়াতে দেখা গেল ছোট্ট ইউভানকে (Subhashree-Yuvaan)। যেখানে সমুদ্র সৈকতে বালির উপর ঘুরছেন মা ও ছেলে। শুভশ্রীর পরনে প্রিন্টেড স্কার্ট আর সাদা টপ। ইউভানকে প্রশ্ন করতে শোনা গেল, এই সমুদ্রে শার্ক (হাঙর) আছে? ছেলের প্রশ্নের উত্তরও দিলেন অভিনেত্রী। শুভশ্রী জানালেন, সে তো সমুদ্রের মাঝখানে রয়েছে। একের পর এক সব প্রশ্নের উত্তর দিচ্ছেন শুভশ্রী।

আরও পড়ুন:  এভারগ্রিন রেখা, বোল্ড লুকে নজর কাড়লেন অভিনেত্রী

অন্য খবর দেখুন

Read More

Latest News