Friday, October 17, 2025
HomeScrollউত্তর কোরিয়ায় এবার নিষিদ্ধ লাল রঙের লিপস্টিক

উত্তর কোরিয়ায় এবার নিষিদ্ধ লাল রঙের লিপস্টিক

ওয়েব ডেস্ক: লিপস্টিক (Lipstick) কখনও নিষিদ্ধের তালিকায় আসতে পারে ভেবেছেন কখনও? তাও আবার লিপস্টিকের কালার! হ্যাঁ এবার এমনই চাঞ্চল্যকর নিষেধাজ্ঞা জারি করা হল উত্তর কোরিয়ার (North Korea) তরফ থেকে।

লাল লিপস্টিক (Red Lipstick) সেই দেশে নিষিদ্ধ ঘোষণা করা হল।

উল্লেখ্য, কিম জংয়ের শাসন কালে বেশকিছু অদ্ভুত ধরণের বিধিনিষেধ জারি করা হয়েছে। আর এবার সেই তালিকায় অ্যাড হল লাল লিপস্টিক।

ফ্যাশন ঘিরে বেশকিছু নিষেধাজ্ঞা রয়েছে সেই দেশে, আর এবার লাল লিপস্টিকে আনা হল বিধিনিষেধ।

আরও পড়ুন: কড়া অবস্থান ভারতের! নিষিদ্ধ করা হল বেশ কয়েকজন পাক অভিনেতাদের অ্যাকাউন্ট

সেখানে আন্তর্জাতিক স্তরের জনপ্রিয় ফ্যাশন ও প্রসাধনী ব্র্যান্ডগুলির উপর নিষেধাজ্ঞা যেমন জারি করা হয়েছে, তেমনি লাল লিপস্টিকের উপরেও নিষেধাজ্ঞা রয়েছে।

কিন্তু লাল রঙ বাতিল করা হল কেন?

লাল রঙ কমিউনিজমের প্রতীক। লাল রঙের সঙ্গে কমিউনিজমের একটি সূক্ষ্ম সংযোগ রয়েছে তাই এই নিষেধাজ্ঞা। জানানো হয়েছে, এই নীতি অমান্য করলে হতে পারে কঠোর শাস্তি।

উত্তর কোরিয়া নারীদের প্রসাধনী সহজ, সরল রাখার পক্ষে। সেখানে লাল রঙের লিপস্টিক পরলে বেশি আকর্ষণীয় হতে পারেন মহিলারা। তাই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দেখুন অন্য খবর

Read More

Latest News