Friday, August 29, 2025
HomeScrollজাপানকে ছাড়িয়ে চতুর্থ বৃহত্তম অর্থনীতি ভারতের: আইএমএফ

জাপানকে ছাড়িয়ে চতুর্থ বৃহত্তম অর্থনীতি ভারতের: আইএমএফ

ওয়েব ডেস্ক: আইএমএফের (IMF) শেষ সমীক্ষা অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে ভারত (India) জাপানকে (Japan) ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। এমনকী ২০২৮ সালের মধ্যে জার্মানিকে (Germany) ছাড়িয়ে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার পথে এগিয়ে চলেছে।

আইএমএফের শেষ সমীক্ষা থেকে আরও জানা যাচ্ছে, ভারত আগামী দুই বছরে সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতি হিসেবে বিরাজমান হবে। বিশ্ব অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির এপ্রিল ২০২৫ সংস্করণ অনুসারে, ভারতীয় অর্থনীতি ২০২৫ সালে ৬.২ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। যা বিশ্বব্যাপী ও আঞ্চলিক প্রতিপক্ষের তুলনায় একটি শক্তিশালী নেতৃত্ব বজায় রাখবে।

আরও পড়ুন: বন্ধ দরজা বৈঠক ব্যর্থ, পাকিস্তানের ভুয়ো দাবি খারিজ করল আন্তর্জাতিক মহল

WEO-এর এপ্রিল ২০২৫ সংস্করণ বলছে, জানুয়ারী ২০২৫ সালের আপডেটের তুলনায় একটি নিম্নমুখী সংশোধন দেখানো হয়েছে। যা বর্ধিত বিশ্বব্যাপী বাণিজ্য উত্তেজনা ও ক্রমবর্ধমান অনিশ্চিয়তার প্রভাব প্রতিফলিত করে। অপরদিকে, আইএমএফ বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেক কম হওয়ার পূর্বাভাস দিয়েছে, ২০২৫ সালে ২.৮ শতাংশ এবং ২০২৬ সালে ৩.০ শতাংশ।

শুল্ক যুদ্ধের মধ্যে ২০২৫ সালের জন্য জাপানের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে আইএমএফ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল জাপানের জন্য তার পূর্বাভাস সংশোধন করেছে। ২০২৫ সালের পূর্বাভাস জানুয়ারিতে প্রণোদিত ১.১% থেকে কমিয়ে ০.৬% করেছে। এই হ্রাস অর্থনৈতিক কর্মদক্ষতার উপর মার্কিন শুল্কের প্রত্যাশিত নেতিবাচক প্রভাবকে প্রতিফলিত করে।

প্রসঙ্গত, ২ এপ্রিল ডোনাল্ড ট্রাম্পের নয়া শুল্ক আরোপ বাণিজ্য যুদ্ধকে আরও তীব্র করে তোলে। গোটা পৃথিবীকে অস্থিরতার মধ্যে ফেলে দেয়। তবে, সপ্তাহভর ট্রাম্প চিন ছাড়া সকল দেশের উপর নতুন শুল্ক আরোপের জন্য ৯০ দিনের স্থগিতাদেশ ঘোষণা করেন। যার মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র উচ্চতর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করে।

দেখুন আরও খবর:

Read More

Latest News