Monday, October 6, 2025
spot_img
Homeচাকরিহারাদের পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ করল SSC, জেনে নিন নিয়োগবিধি

চাকরিহারাদের পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ করল SSC, জেনে নিন নিয়োগবিধি

ওয়েব ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষণা করেছিলেন যে, ৩০ মে-র মধ্যে শিক্ষক নিয়োগের (SSC Teacher Recruitment 2025) বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেই মতো বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) তরফে নতুন করে পার্শ্বশিক্ষক নিয়োগের (Assistant Teacher Recruitment) জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। সেই সঙ্গে সামনে এল নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের বিধিও। এসএসসি-র তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, ইন্টারভিউ এবং প্রার্থীর ক্লাস করানোর ক্ষমতার উপর তৈরি হবে প্যানেল।

নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য

(১) মোট ৬০ নম্বরের লিখিত পরীক্ষা হবে।

(২) ১০ নম্বর থাকবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার জন্য। এক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেলেই ১০ নম্বর পাবেন। ৫০ থেকে ৬০ শতাংশের মধ্যে নম্বর পেলে পাবেন ৮ নম্বর। তবে ৫০ শতাংশের কম পেলে ৬ নম্বর দেওয়া হবে।

(৩) শিক্ষকতার অভিজ্ঞতার জন্য থাকবে ১০ নম্বর। ২০১৬ সালের চাকরিহারা শিক্ষককদের এই ১০ নম্বর দেওয়া হবে।

(৪) মৌখিক ইন্টারভিউয়ের জন্য দেওয়া হবে ১০ নম্বর।

(৫) ক্লাস নেওয়ার দক্ষতার উপর ১০ নম্বর বরাদ্দ।

আরও পড়ুন: উত্তরে বর্ষা, ভাসবে দক্ষিণের একাধিক জেলা! দেখুন বড় আপডেট

ওএমআর শিট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য

(১) লিখিত পরীক্ষা হবে ওএমআর শিটে।

(২) প্যানেলের মেয়াদ শেষ হবার পর আরো দু’বছর এসএসসি-কে ওএমআর শিট সংরক্ষণ করে রাখতে হবে।

(৩) ওএমআর শিটের স্ক্যান কপি দশ বছর সংরক্ষণ করে রাখতে হবে।

প্যানেল এবং আবেদন সম্পর্কিত কিছু তথ্য

(১) ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে নিয়োগের জন্য।

(২) চূড়ান্ত মেধা তালিকা প্রকাশের পর এক বছর পর্যন্ত প্যানেলের মেয়াদ থাকবে।

(৩) এসএসসি প্রয়োজন মনে করলে রাজ্যের অনুমতি সাপেক্ষে সেই প্যানেলের মেয়াদ আরও ছ’মাস বাড়াতে পারে।

উচ্চ প্রাথমিকের নিয়োগ বিধিতে কী কী পরিবর্তন?

(১) উচ্চ প্রাথমিকের (ক্লাস-৬ থেকে ক্লাস-৮) শিক্ষক নিয়োগের প্রক্রিয়াতে বদল আনল রাজ্য।

(২) উচ্চ প্রাথমিকের জন্য টেট পাস বাধ্যতামূলক। (আগেই ছিল)

(৩) টেটের প্রাপ্ত নম্বরের সর্বাধিক গুরুত্ব থাকবে ৪০ নম্বর। (বদল হল)

(৩) ওএমআর শিটে লিখিত পরীক্ষা নেওয়া হবে ২৫ নম্বরের। (বদল হল)

(৪) ইন্টারভিউয়ের জন্য ১৫ নম্বর বরাদ্দ। (বদল হল)

(৫) ক্লাস নেওয়ার ক্ষমতার উপর ৫ নম্বর এবং শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে ৫ নম্বর বরাদ্দ হবে। (নতুন যোগ হল)

দেখুন আরও খবর: 

Read More

Latest News