Saturday, September 13, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeশাশুড়ি মায়ের ঠিক কোন তিথিতে করবেন জামাই আদর?

শাশুড়ি মায়ের ঠিক কোন তিথিতে করবেন জামাই আদর?

ওয়েব ডেস্ক: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। সেই তেরো পার্বণের অন্যতম জামাইষষ্ঠী (Jamaishashti 2025)। এদিন জামাইয়ের ডাক পড়ে শশুরবাড়ি। মূলত শাশুড়ি মা ও জামাইয়ের মধ্যে পালনীয় একটি বিশেষ তিথি। দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে পেট পুরে খাওয়াদাওয়া হয় এদিন। এই অনুষ্ঠানকে অরণ্য ষষ্ঠীও বলে। সঙ্গে থাকে উপহার দেওয়া নেওয়ার পালা।

এবছর জামাইষষ্ঠী ১ জুন, ১৭ জ্যৈষ্ঠ। সাধারণত, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী পালিত হয়। ৩১ মে রাত ১২টা ৩৪ মিনিট থেকে ১ জুন রাত ১২টা ৮ মিনিট পর্যন্ত থাকবে ষষ্ঠী তিথি। রবিবার ছুটির দিনে জামাই ষষ্ঠী পড়ায় ছুটি নেওয়ার ঝামেলা নেই জামাইদের। রবিবাসরীয় দুপুরে কবজি ডুবিয়ে নিশ্চিন্তে ভুরিভোজ সারতে পারবেন তারা।

আরও পড়ুন: নজর কাড়ুন জামাইয়ের, পাতে অবশ্যই রাখুন এই ১১ পদ 

উল্লেখ্য জামাইষষ্ঠী অর্থাৎ, ষষ্ঠী তিথিতে সন্তানের মঙ্গল কামনা করা হয়। জ্যৈষ্ঠের এই বিশেষ ষষ্ঠীতে পুত্রসম জামাইকে বিশেষ আপ্যায়ন করা হয়ে থাকে। তাঁকে পাখার হাওয়া ও শান্তির জলের ছিটে দেওয়া হয়। কবজিতে বাঁধা হয় হলুদ মাখানো সুতো। আম, কাঁঠাল, লিচু-সহ নানারকম ফল ও মিষ্টি দিয়ে সাজিয়ে ডালা তুলে দেওয়া হয় জামাইয়ের হাতে। সঙ্গে থাকে বস্ত্র। এরপর আসে ভুরিভোজ। শাশুড়ি মায়ের হাতেও তুলে দেওয়া হয় নতুন শাড়ি। সপরিবার জমায়েত হয়ে ভুরিভোজ চলে এদিন।

দেখুন আরও খবর:

Read More

Latest News