Thursday, July 3, 2025
HomeScrollবুধবার জগন্নাথ দেবের স্নানযাত্রার অনুষ্ঠান, সাজো সাজো রব দিঘায়
Digha Jagannath Temple

বুধবার জগন্নাথ দেবের স্নানযাত্রার অনুষ্ঠান, সাজো সাজো রব দিঘায়

২৭ জুন পর্যন্ত অনুষ্ঠানের সময়সূচী প্রকাশ.

Follow Us :

ওয়েব ডেস্ক: বুধবার জগন্নাথ দেবের স্নান যাত্রা। প্রাক রথযাত্রার উৎসবে (rathyatra) মেতেছে বাংলার সৈকত শহর। এবারেই প্রথম দিঘার জগন্নাথ মন্দিরে(jagannath temple) হতে চলেছে জগন্নাথদেবের স্নানযাত্রা অনুষ্ঠান। পুরীর (puri) মত দিঘাতেও নির্দিষ্ট রীতিনীতি মেনে হবে অনুষ্ঠান। মঙ্গলবার ১১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত একের পর এক অনুষ্ঠানের সময়সূচী প্রকাশ করা হয়েছে। জানানও হয়েছে, দিঘার জগন্নাথ মন্দির (jagannath temple) এবং কলকাতা ইসকনের মন্দিরে (kolkata iskon) স্নানযাত্রার কর্মসূচির কথা।

বুধবার জগন্নাথদেবের জন্মতিথি। এই দিনটির মাহাত্ম্য হিন্দুদের কাছে বিশাল। বিভিন্ন প্রান্তে মহা সাড়ম্বরে পালিত হয় এই দিনটি। এই স্নানযাত্রার দিনই জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে স্নানের বেদিতে নিয়ে আসা হয়। জানা গিয়েছে, বুধবার দিঘায় দফায় দফায় রয়েছে নানা অনুষ্ঠান। মন্দির কর্তৃপক্ষের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, সকাল ৯টায় পাহাণ্ডি বিজয়। বেলা ১১টায় জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার স্নানযাত্রার অনুষ্ঠান শুরু। চলবে সারাদিনব্যাপি একের পর এক অনুষ্ঠান। জানা গিয়েছে, দিঘার জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বারের বাঁদিকে একটি মণ্ডপ তৈরি হচ্ছে। সেখানে ভক্তদের সামনেই হবে স্নানযাত্রা অনুষ্ঠান। ১২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত দর্শন বন্ধ। ২৬ তারিখ থেকে ফের জগন্নাথদর্শন শুরু। ২৭ জুন, রথযাত্রা। সেদিন মাসির বাড়িতে যাত্রার জন্য রথে আরোহণ করবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা।

আরও পড়ুন: ভ্যাপসা গরমের থেকে কবে মিলবে মুক্তি?

সদ্য তৈরি হয়েছে দিঘায় জগন্নাথ মন্দির। ৩০ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন মন্দিরের। এখন আর ভক্তদের পুরীর সৈকতে যাওয়ার অপেক্ষা করতে হয় না। বাংলার সমুদ্র সৈকতেই এখন জগন্নাথ দেবের মন্দির। ইতিমধ্যেই ধিযায় সাজো সাজো রব। স্নানযাত্রার অনুষ্ঠানে ভক্রদের কেমন দেখা মেলে এখন সেটাই দেখার।

দেখুন অন্য খবর

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39