Saturday, October 11, 2025
Homeসুনীধির সুরমত্ত ইডেনে শুরু হল বেঙ্গল প্রো টি-২০ লিগ

সুনীধির সুরমত্ত ইডেনে শুরু হল বেঙ্গল প্রো টি-২০ লিগ

ওয়েব ডেস্ক: বুধবারের সন্ধ্যা, ইডেন গার্ডেন্সের (Eden Gardens) ক্লাব হাউসের সামনে মঞ্চ হয়ে উঠল চাঁদের হাট। আইপিএল শেষ হতেই বাংলার বুকে বেজে উঠল বাঙালির ক্রিকেট লিগের ডঙ্কা। বেঙ্গল প্রো টি-২০ লিগের (Bengal Pro T-20 League) দ্বিতীয় মরসুমের উদ্বোধনী অনুষ্ঠানে ঝলমলে আলো আর সুনীধির (Sunidhi Chauhan) সুরের ঝড়ে মাতল ক্রিকেটের নন্দনকানন। বলিউডের এই প্লেব্যাক গায়িকার একের পর সুপারহিট গানের ঝংকার যেন মন্ত্রমুগ্ধ হয়ে শুনল কলকাতা।

শুধু গান নয়, মঞ্চে ছিল তারকার মেলাও। লিগের ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করেন বাংলার দুই ক্রিকেট মহারথী— ঋদ্ধিমান সাহা এবং ঝুলন গোস্বামী। মঞ্চে উঠে উদ্বোধনী বক্তব্য রাখেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সঙ্গে ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, দমকলমন্ত্রী সুজিত বসু, কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার। এছাড়াও ছিলেন লক্ষ্মীরতন শুক্লা, মনোজ তিওয়ারি এবং রিচা ঘোষ।

আরও পড়ুন: টেস্ট বিশ্বকাপ ফাইনাল কেন শুধু ইংল্যান্ডে! মুখ খুললেন কামিন্স  

সিএবি-র (CAB) বর্তমান সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সহ-সভাপতি অমলেন্দু বিশ্বাস, সচিব নরেশ ওঝা, যুগ্মসচিব দেবব্রত দাস, কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী এবং প্রাক্তন কর্তা বিশ্বরূপ দে-রাও ছিলেন অনুষ্ঠানে। ধারাভাষ্যের মঞ্চেও ছিল বড় চমক— অস্ট্রেলিয়ার প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক। সঞ্চালনায় তাঁর সঙ্গী ছিলেন প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেডেনের কন্যা গ্রেস হেডেন।

বুধবারের ম্যাচে মুখোমুখি হয়েছিল গতবারের যুগ্মজয়ী সোবিস্কো স্ম্যাশার্স মালদা এবং মুর্শিদাবাদ কিংস। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মহিলা ক্রিকেটারদের সব ম্যাচ। ম্যাচগুলি হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্ট লেক ক্যাম্পাসে। পুরুষদের বিভাগেও প্রতিদিন দুটি করে ম্যাচ হবে।

দেখুন আরও খবর:

Read More

Latest News