Friday, October 31, 2025
Home'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে যীশুর নিত্যানন্দ অবতারের লুক প্রকাশ হলো

‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে যীশুর নিত্যানন্দ অবতারের লুক প্রকাশ হলো

কলকাতা: দিন কয়েক আগেই শোনা যাচ্ছিল সৃজিত মুখোপাধ্যায়ের(Srijeet Mukherjee) নতুন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ (Loho Gouranger Naam Re) ছবিতে অভিনেতা যীশু সেনগুপ্তকে(Jishu Sengupta) দেখা যাবে নিত্যানন্দর(Nityananda) চরিত্রে। এই ছবিতে যীশু ক্যামিও চরিত্রে থাকবেন। ইতিমধ্যেই শুরু হয়েছে যীশুর তিন দিনের স্লটের শুটিং। আজ শুক্রবার অভিনেতার লোক প্রকাশ্যে এনেছেন পরিচালক নিজে। যেখানে যীশুকে নিত্যানন্দর বেশে দেখা যাচ্ছে।
প্রসঙ্গত, কেরিয়ারের শুরুতে ‘মহাপ্রভু’র চরিত্র দিয়েই টেলিপর্দায় দর্শকদের মন কেড়েছিলেন ছিলেন যীশু। তারপর কেটে গিয়েছে প্রায় ৩০ বছর। নিত্যানন্দ অবতারের নীল পোশাকে ধরা দিলেন এবার যীশু।
সম্প্রতি লন্ডনের প্রিয়দর্শন পরিচালিত অক্ষয়ের বহু প্রতীক্ষিত ছবি ভূত বাংলার শুটিং শেষ করে ফিরেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অক্ষয়ের সঙ্গে ছবিও পোস্ট করেছিলেন যীশু। লন্ডন থেকে ফিরে গলায় কন্ঠী, কপালে চন্দনের রসকলি আর কাজ অবধি চুল নিয়ে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির সেটে যীশুকে দেখা গেল। ‘জাতিস্মর’, ‘এক যে ছিল রাজা’ এবং ‘দশম অবতার’-এর পর ফের সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে যিশু সেনগুপ্তকে দেখা যাবে।
উল্লেখ্য শ্রীচৈতন্যের জীবনের একটা বড় অংশ থাকবে ছবি জুড়ে। এছাড়াও চৈতন্যের অন্তর্ধান রহস্য নিয়ে উঠে আসবে নানান দিক। সম্পূর্ণ পিরিয়ড ড্রামা এটি। নটী বিনোদিনীর চরিত্রে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। প্রথম পর্বে চৈতন্য লোকের দেখা যাবে টেলি পর্দার মুখ দিব্যজ্যোতি দত্তকে। গিরিশ ঘোষ এর চরিত্রে দেখা যাবে, ব্রাত্য বসুকে।

Read More

Latest News