Monday, October 6, 2025
spot_img
Homeবিমান দুর্ঘটনায় মৃত নার্সকে নিয়ে অপমানজনক মন্তব্যের জেরে বরখাস্ত কেরলের আধিকারিক

বিমান দুর্ঘটনায় মৃত নার্সকে নিয়ে অপমানজনক মন্তব্যের জেরে বরখাস্ত কেরলের আধিকারিক

ওয়েব ডেস্ক: ১২ জুন থেকে খবরের শিরোনামে (News Headlines) শুধু ভেসে উঠছে আমেদাবাদে (Ahmedabad) ঘটা ভয়াবহ বিমান দুর্ঘটনার (Air India Flight Accident) কথা। ইতিহাসের পাতায় এমন কোনও ভয়ঙ্কর দুর্ঘটনা (Accident) এর আগে ঘটেছে কি না তা মনে করতে পারছেন না কেউই। শয়ে শয়ে যাত্রীর মৃত্যু সংবাদ যেন কোনও ভাবেই মেনে নিতে পারছেন না মানুষ। সময় যত গরাচ্ছে ততই মৃতের তালিকা (Death List), পরিসংখ্যান সংক্রান্ত একাধিক খবর সামনে আসছে।

আর এবার বিমানে থাকা এক যাত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনল এক সরকারি আধিকারিক (Government Officer)। বিমান দুর্ঘটনায় মৃত নার্সকে (Dead Nurse) নিয়ে কুরুচিকর মন্তব্য করলেন কেরলের সরকারি এক আধিকারিক। সোশ্যাল মিডিয়ায় (Social Media) মৃত নার্সকে দোষারোপের জেরে বরখাস্ত হলেন কেরলের (Kerala) এক জুনিয়র রাজস্ব আধিকারিক। তাঁর নাম এ পবিত্রন। এই অপরাধ চোখে পড়তেই তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিলেন রাজস্বমন্ত্রী।

উল্লেখ্য, ১২ জুনের বিমান দুর্ঘটনা (Plane Crash) তছনছ করে দিয়েছে সবকিছুই। এই অভিশপ্ত দিনের কথা ভাবলেই গা শিউরে উঠছে বিশ্ববাসীর। এক লহমায় শেষ হয়েছে বহু মানুষের তরতাজা প্রাণ। মৃতের তালিকায় ছিলেন বছর ৩৯ এর রঞ্জিতা জি নায়ার (Ranjitha G Nair)। যিনি পেশায় একজন নার্স (Nurse)। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ওই নার্সের জাত উল্লেখ করে ওই আধিকারিক লেখেন, ‘কেরলের একজন নায়ার মহিলার মৃত্যু হয়েছে। তিনি অন্য একজনের সুযোগ নষ্ট করে এই চাকরি পেয়েছেন। এখন হাসপাতাল থেকে ছুটি নিয়ে লন্ডন যাচ্ছিলেন। তাঁর মৃত্যুতে কিছুই অনুভব করছি না। তবে সকলের জন্য সমবেদনা।’ এমন অপমানজনক মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের সৃষ্টি হয় যা নজর এড়াতে পারেন খোদ রাজস্বমন্ত্রীরও।

আরও পড়ুন: বিমান দুর্ঘটনায় মৃত কানাডার ভারতীয় চিকিৎসক

সরকারি আধিকারিকের এমন কুরুচিকর মন্তব্যের (Bad Comment) জেরে সঙ্গে সঙ্গে বরখাস্ত হতে হয় তাঁকে। কড়া ব্যবস্থা নেন কেরলের রাজস্বমন্ত্রী কে রাজন। মন্ত্রী লেখেন, ‘অভিযুক্ত ওই আধিকারিক অত্যন্ত ঘৃণ্য কাজ করেছেন। পোস্টটি নজরে আসার পরই ওই আধিকারিককে বরখাস্ত করা হয়েছে’।

সাধারণত উচ্চ বর্ণের হয় কেরলের নায়ার সম্প্রদায়। রঞ্জিতা জি নায়ার (Ranjitha G Nair) ব্রিটেনে একজন নার্স হিসেবে কাজ করতেন। গত চারদিন আগে তিনি কেরলে (Kerala) সরকারি চাকরির জন্য কাগজ পত্র জমা দেওয়ার কাজে এসেছিলেন। কাজ সেরেই পাড়ি দিচ্ছিলেন ব্রিটেনের পথে। কেরলে চাকরির উদ্দেশ্যেই ভারতে এসেছিলেন তিনি। তবে এই ভয়াবহ দুর্ঘটনায় তলিয়ে গেল তাঁর স্বপ্ন।

দেখুন অন্য খবর 

Read More

Latest News