Thursday, November 6, 2025
Homeপুরনো কলকাতার স্মৃতি ফেরালেন স্বস্তিকা মুখোপাধ্যায়

পুরনো কলকাতার স্মৃতি ফেরালেন স্বস্তিকা মুখোপাধ্যায়

কলকাতা: বাঙালির চিন্তা-ভাবনায়, সংস্কৃতিতে যেমন ঠাকুর পরিবারের প্রভাব অস্বীকার করা যায় না। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িকে বাঙালি নারীর ফ্যাশনের সূতিকাগার বলা যায়। নারীরা আধুনিক শাড়ি পরার চলন, ঢং শিখেছেন মূলত ঠাকুরবাড়ির কল্যাণে। সামনে কুচি দিয়ে পেছনে আঁচল দিয়ে শাড়ি পরার কৌশল তারাই শুরু করেন। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) সম্প্রতি ঠাকুরবাড়ির সাজে সেজেছেন। ফোটোশ্যুটে ঠাকুরবাড়ির সাজে পুরনো কলকাতার স্মৃতি ফেরালেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee Thakurbari Fashion)। স্বস্তিকার এই স্পেশাল ফটোশুটের ছবি না দেখলেই মিস!

৪০ পেরলেও স্বস্তিকাকে দেখে তা বোঝার উপায় নেই। ছক ভাঙা জীবনে অভ্যস্ত অভিনেত্রী। তাঁর বোল্ড ব্যক্তিত্ব ও খোলামেলা ড্রেসিংয়ের জন্য চর্চায় থাকেন অভিনেত্রী। এবার ভিন্ন লুকে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন স্বস্তিকা। ঐতিহ্যশালী ঠাকুরবাড়ির সাজপোশাকে কবিগুরুর বউদি জ্ঞানদানন্দিনী দেবীর অবদান অনস্বীকার্য। সেই কথা মাথায় রেখেই স্টাইলিং স্বস্তিকা। নায়িকাকে দেখা গেল সাদা কালো ক্যানভাসে আটপৌঢ়ে করে শাড়ি সঙ্গে কুচি দেওয়া ব্লাউজ। স্বস্তিকার চোখেমুখে ঐতিহ্যের ঝলক। স্বস্তিকার মেকআপ ও হেয়ার স্টাইল গয়নায় ছিল ঠাকুরবাড়ির ছোঁয়া। ফোটোশ্যুটে পুরনো কলকাতার স্মৃতি ফিরিয়ে আনলেন অভিনেত্রী।

আরও পড়ুন: কুয়াশায় ঢাকা রাস্তায় একা হাঁটছেন মিমি, কোথায় যাচ্ছেন?

 অন্য খবর দেখুন

 

Read More

Latest News