স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে প্রথম টেস্টে ড্র করেছিল বাংলাদেশ (Bangladesh)। অ্যাওয়ে ম্যাচে তাদের খেলা প্রশংসা কুড়িয়েছিল ক্রিকেট বিশ্বের। কিন্তু দ্বিতীয় তথা শেষ টেস্টে স্রেফ উড়ে গেল নাজমুল হোসেন শান্তর (Najmul Hossain Shanto) দল। সাড়ে তিন দিনের মধ্যেই এক ইনিংস এবং ৭৮ রানে হেরে গেল শ্রীলঙ্কার সিংহদের কাছে হেরে গেল বাংলাদেশের টাইগাররা। লঙ্কান স্পিনার প্রভাত জয়সূর্যের (Prabath Jayasuriya) ঘূর্ণির জালে আটকা পড়লেন বাংলাদেশি ব্যাটাররা।
টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন শান্ত। ২৪৭ রানে অল আউট হয়ে যায় তারা। ওপেনার শাদমান ইসলামের ৪৬ রান সর্বোচ্চ। কিছুটা অবদান রাখেন মুশফিকুর রহিম (৩৫), লিটন দাস (৩৪) এবং মেহেদি হাসান মিরাজ (৩১)। শ্রীলঙ্কার হয়ে তিন উইকেট নেন অসিত ফার্নান্ডো এবং সোনাল দিনুশা। দুই উইকেট নেন বিশ্ব ফার্নান্ডো।
আরও পড়ুন: টেস্ট ক্রিকেটে পন্থ-মস্তানি, দেখে নিন পাঁচ রেকর্ড
এরপর ব্যাট করতে নেমে ১০ উইকেট হারিয়ে ৪৫৮ করে শ্রীলঙ্কা। ওপেনার পাথুম নিশঙ্কা ২৫৪ বলে ১৫৮ রানের দুরন্ত ইনিংস খেলেন। এই ম্যাচ এবং সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন তিনিই। নিশঙ্কার সঙ্গে ব্যাট হাতে অবদান রাখেন দীনেশ চান্দিমল (১৫৩ বলে ৯৩) এবং কুশল মেন্ডিস (৮৪ বলে ৮২)।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবের মাঠের উইকেট তৃতীয় দিন থেকেই ভেঙে যায়, বল ঘুরতে থাকে। তার পুরো ফায়দা নিলেন বাঁ-হাতি স্পিনার জয়সূর্য। তাঁর পাঁচ উইকেটের দাপটে বাংলাদেশ ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড ভেঙে যায়। মাত্র ১৩৩ রানে গুটিয়ে যান শান্তরা। মুশফিকুরের ২৬ ছাড়া আর বলার মতো কারও রান নেই।
দেখুন অন্য খবর:







