Saturday, September 6, 2025
HomeScrollশান্তিপুরে যুবক খুন, গ্রেফতার ২

শান্তিপুরে যুবক খুন, গ্রেফতার ২

নদীয়ার শান্তিপুরে যুবকের খুনের ঘটনায় গ্রেফতার ২

নদীয়া: নদীয়ার (Nadia) শান্তিপুরের (Shantipur) সাহেবডাঙ্গা (Saheb Danga) এলাকায় যুবক খুনের ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪। শান্তিপুর থানার পুলিশ মূল পান্ডা সহ আরও এক অভিযুক্তকে গ্রেফতার করে শুক্রবার আদালতে পেশ করেছে (District News)।

পুলিশ সূত্রে খবর, জেরার সময় খুনের ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে ধৃতরা। এই স্বীকারোক্তির ভিত্তিতেই তদন্তে আরও অগ্রগতি হবে বলে আশাবাদী পুলিশ। ইতিমধ্যেই এই মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছিল, নতুন করে মূল অভিযুক্তকে ধরা পড়ায় তদন্তে বড় অগ্রগতি হয়েছে বলে মনে করছে তদন্তকারীরা।

আরও পড়ুন: রানাঘাটে নিকাশি সমস্যা নিয়ে বিক্ষোভ, শাসক-বিজেপি তরজা

পুলিশের দাবি, ব্যক্তিগত বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে খুনের পিছনে অন্য কোনও উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের হেফাজতে নিয়ে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। এলাকায় এখনও আতঙ্কের পরিবেশ বজায় রয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News