Tuesday, September 9, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollলন্ডনে অরিজিতের কনসার্টের বিদ্যুৎ কাটল কর্তৃপক্ষ, কী অবস্থা দেখুন
Arijit Singh

লন্ডনে অরিজিতের কনসার্টের বিদ্যুৎ কাটল কর্তৃপক্ষ, কী অবস্থা দেখুন

অরিজিতের কণ্ঠে ‘সাইয়ারা’, সুরের জাদুতে বুঁদ লন্ডন

কলকাতা: অরিজিৎ সিংয়ের (Arijit Singh) সুরের জাদুতে আট থেকে আশি সকলেই মুগ্ধ। বিশ্বের একাধিক জায়গায় তিনি কনসার্ট করেন। তাঁর লাইভ শো দেখার জন্য মানুষ পাগল হয়ে যায়। শ্রোতারা তাঁর জন্য রীতিমতো উন্মাদ। সম্প্রতি লন্ডনের টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে পারফর্ম করেন গায়ক। আর সেখানেই ঘটে বিপত্তি। অরিজিতের পারফরম্যান্স শেষ হওয়ার আগেই আচমকা বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু বিপত্তির মধ্যেও লন্ডনের বুকে এমন একটা সন্ধ্যা যা অরিজিতের অনুরাগীরা সহজে ভুলতে পারবেন না। সাইয়ারার (Saiyaara Rendition) জনপ্রিয় গানের সঙ্গে রেট্রো ভার্সনের সংমিশ্রণ ঘটিয়ে নতুনভাবে এই গানকে নতুনভাবে তুলে ধরেন অরিজিৎ।

সম্প্রতি লন্ডনের টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে পারফর্ম করেন গায়ক। আর সেখানেই ঘটে বিপত্তি। জানা গিয়েছে, অরিজিতের পারফরম্যান্স শেষ হওয়ার আগেই আচমকা বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তোলপাড় শুরু হয়। জানা গিয়েছে, অরিজিতের এই কনসার্ট রাত সাড়ে দশটা-এ নির্ধারিত কারফিউ অতিক্রম করায় কর্তৃপক্ষ হঠাৎ করেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। বর্তমানে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, স্টেডিয়াম ভর্তি শ্রোতার মাঝে অরিজিৎ সাইয়ারা গাইছেন এবং দর্শকেরা কন্ঠ মেলাচ্ছেন।কিছুক্ষণ পরই বিদ্যুৎ চলে গেলে ভক্তদের মধ্য়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং অনেকে ভেন্যু থেকে বের হতে থাকেন। এই ভিডিও অরিজিৎ সিংয়ের ফ্যান ক্লাব সহ বহু জায়গা থেকে শেয়ার হয়েছে। সেখানে এই ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, কারফিউ ভাঙার কারণে লন্ডন স্টেডিয়াম বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, ফলে অরিজিৎ সিং গান শেষ না করেই থেমে যেতে বাধ্য হন।

অন্য খবর দেখুন

Read More

Latest News