বানারহাট: বেহাল রাস্তার যন্ত্রণা পিছু ছাড়ছে না বানারহাট (Banarhut) এলাকার গ্রামবাসীদের। দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল দশা নিয়ে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। খানাখন্দে ভরা রাস্তায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। অভিযোগ, বিষয়টি একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ক্ষোভ জমছে গ্রামবাসীদের মধ্যে (District News)।
স্থানীয়দের দাবি, বর্ষার সময় রাস্তাগুলি আরও বিপজ্জনক হয়ে ওঠে। জল জমে যায় গর্তে, আর সেই অবস্থায় পথচলা হয়ে ওঠে দুঃসাধ্য। স্কুলপড়ুয়া থেকে শুরু করে কর্মজীবী মানুষ—সকলকেই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে। গাড়িচালকেরা বলছেন, এই রাস্তায় গাড়ি চালানো মানেই যাত্রীদের নিয়ে বিপদের মুখে ঝাঁপ দেওয়া।
আরও খবর: বেহাল রাস্তার জের, আমতা ও বাগনান রোডে নিত্যদিনের সঙ্গী দুর্ঘটনা
অবশেষে, কোনও উপায় না দেখে গ্রামের মানুষজন নিজেরাই ঝাঁপিয়ে পড়েছেন রাস্তা সারাইয়ের কাজে। কেউ মাটি ফেলছেন, কেউবা পাথর জোগাড় করছেন গর্ত ভরার জন্য। যদিও তাদের বক্তব্য, এই ব্যবস্থা কেবল সাময়িক। স্থায়ী সমাধানের জন্য সরকারের হস্তক্ষেপ একান্ত জরুরি।
গ্রামবাসীদের কণ্ঠে একটাই দাবি—“আমাদের কাঁধে রাস্তা সারানোর দায় চাপিয়ে দিয়ে সরকার মুখ ফিরিয়ে নিতে পারে না।” তাঁদের আশা, খুব শীঘ্রই প্রশাসন উদ্যোগী হয়ে রাস্তাঘাট সংস্কার করে সাধারণ মানুষের ভোগান্তি কমাবে।
দেখুন আরও খবর: