Saturday, September 20, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollব্যারাকপুরে উপহার অনুষ্ঠান, প্রবীর রাজবংশীর উদ্যোগে পৌঁছে গেল নতুন বস্ত্র
Durga Puja 2025

ব্যারাকপুরে উপহার অনুষ্ঠান, প্রবীর রাজবংশীর উদ্যোগে পৌঁছে গেল নতুন বস্ত্র

জোর আগে প্রান্তিক মানুষের হাতে নতুন বস্ত্রের উপহার

ব্যারাকপুর: শারদীয়ার (Durga Puja 2025) আগেই নজিরবিহীন উদ্যোগ নিলেন ব্যারাকপুর (Barrackpore) ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী। প্রান্তিক ও আর্থিকভাবে দুর্বল পরিবারের মানুষও যাতে নতুন পোশাকে আনন্দে দুর্গোৎসব পালন করতে পারেন, সেই উদ্দেশ্যে তিনি চালু করলেন ‘পুজোর উপহার’ কর্মসূচি।

আরও পড়ুন: নকল মুদ্রাকে প্রাচীন মুদ্রা বলে বিক্রি করার অভিযোগ, গ্রেফতার ২

আজ সকালেই ব্লকভিত্তিক অনুষ্ঠানের মাধ্যমে শত শত প্রান্তিক মানুষের হাতে পৌঁছে দেওয়া হয় রঙিন নতুন বস্ত্র। খুশিতে মুখর হয়ে ওঠেন গ্রামাঞ্চলের বহু মানুষ। প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ জানান, নতুন পোশাক পেয়ে তাদের উৎসবের আনন্দ দ্বিগুণ হয়েছে।

এই উদ্যোগ সম্পর্কে প্রবীর রাজবংশী বলেন, “শারদীয়ায় আনন্দে সবাইকে সামিল করাই আমাদের লক্ষ্য। সমাজের প্রান্তিক মানুষদের মুখে হাসি ফোটাতেই এই প্রচেষ্টা।” পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও এ ধরনের সামাজিক কর্মসূচি চালু থাকবে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News