Friday, October 17, 2025
HomeScrollপ্রয়াত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী তোমিচি মুরাইমা
Tomiichi Murayama Passed Away

প্রয়াত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী তোমিচি মুরাইমা

বিশ্বযুদ্ধে অংশগ্রহণের জন্য ক্ষমা চেয়েছিলেন, প্রয়াত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী

ওয়েব ডেস্ক : প্রয়াত জাপানের (Japan) প্রাক্তন প্রধানমন্ত্রী তোমিচি মুরাইমা (Tomiichi Murayama)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। শুক্রবার ওইতা শহরে পরলোকগমন করেন তিনি। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে গোটা বিশ্বের মানুষ মনে রেখেছেন বিভিন্ন কারণে। ১৯৯৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৫০ বছর পূর্তিতে এই যুদ্ধে অংশগ্রহণের জন্য ‘ঐতিহাসিক ক্ষমা প্রার্থনা’ করেছিলেন তিনি।

১৯৯৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে (Second World War) জাপানের ভূমিকা নিয়ে অনুশোচনা প্রকাশ করেছিলেন তোমিচি মুরাইয়ামা (Tomiichi Murayama)। সেই সময় এশিয়ায় যে সামরিক কার্যকলাপ চালিয়েছিল জাপান, তার জন্য দুঃখপ্রকাশ করেছিলেন তিনি। মূলত তোমিচি জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন ১৯৯৪ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত।

আরও খবর : ফের বিমান দুর্ঘটনা আমেরিকায়! মৃত ৩

তোমিচির (Tomiichi Murayama) জন্ম ১৯২৪ সালের ৩ মার্চ ওইতা শহরে জন্মগ্রহণ করেছিলেন তোমিচি মুরাইমা। দ্বিতায় বিশ্বযুদ্ধের সময় তিনি যোগ দিয়েছিলেন সেনাবাহিনীতে। ১৯৭২ সালে জাপান পার্লামেন্টের লোয়ার হাউসে জয়ী হয়েছিলেন তিনি। এর পর জাপান সোশ্যালিস্ট পার্টির চেয়ারম্যান হন ১৯৯৩ সালে।

এর পাশাপাশি ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। তোমিচি দেশের আত্মরক্ষার জন্য সেনাবাহিনী গড়ার সাংবিধানিক বৈধতার কথা বলেছিলেন। তিনি জাপানের জাতীয় প্রতীক ‘হিনোমারু’ ও জাতীয় সঙ্গীত ‘কিমিগায়ো’-কে স্বীকৃতি দিয়েছিলেন।

দেখুন অন্য খবর :

Read More

Latest News