ওয়েবডেস্ক- আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে (Bihar Assemble Election) দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস (Congress List) । এর আগে কংগ্রেস শনিবার প্রথম তালিকা (Candidate List) প্রকাশ করে। সেখানে ৪৮ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। এবার এই তালিকায় আরও পাঁচজনের নাম যুক্ত করে ৫৩ জন প্রার্থীকে চূড়ান্ত করেছে হাতি শিবির।
কংগ্রেসের দ্বিতীয় তালিকায় নরকাটিগঞ্জ থেকে শশ্বত কেদার পাণ্ডে, কিশগঞ্জ থেকে কামরুল হোদা ও কসবা থেকে ইরফান আলম ও পূর্ণিয়া থেকে জিতেন্দ্র যাদব ও গয়া টাউন থেকে মোহন শ্রীবাস্তের নাম ঘোষণা করা হয়েছে।
কংগ্রেসের এই দ্বিতীয় তালিকা প্রকাশের মধ্য দিয়ে দলটির প্রার্থী ঘোষণা প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। দলীয় সূত্রে খবর, বাকি আসনগুলির প্রার্থীর নামও খুব শীঘ্রই জানানো হবে।
बिहार विधानसभा चुनाव के लिए कांग्रेस उम्मीदवारों की लिस्ट। pic.twitter.com/5HvUxaSf84
— Congress (@INCIndia) October 18, 2025
বিহার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে দুই দফায়। বিহারে প্রথম দফায় ১২১টি আসনে ভোট গ্রহণ হবে প্রথম দফা ৬ নভেম্বর। দ্বিতীয় দফা দ্বিতীয় দফার ভোট হবে ১২২টি আসনে ১১ নভেম্বর। ভোটগণনা হবে ১৪ নভেম্বর। এবারের ভোটে মোট ২৪৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে।
আরও পড়ুন- ফ্লুয়েন্ট’ ফরাসি ভাষায় কথা বলে চমকে দিলেন ভারতীয় অটোচালক, ভিডিও ভাইরাল
নির্বাচনের প্রথম ধাপের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৭ অক্টোবর। দ্বিতীয় ধাপের আসনের জন্য প্রার্থীদের ২০ অক্টোবরের মধ্যে তাদের মনোনয়ন জমা দিতে হবে।
বিহারে আসন্ন নির্বাচনে ইন্ডিয়া জোট এখনও নিজেদের মধ্যে আসন রফা চূড়ান্ত করতে পারেনি। গত নির্বাচনে বিহারে ৭০ আসনে লড়েছিল হাত শিবির কিন্তু জয়ী হয় মাত্র ১৯টিতে। কংগ্রেসের এই বিপুল হারের ফলে এবার প্রথম থেকেই সচেতন তেজস্বী যাদব। কংগ্রেসকে ৫০-এর বেশি আসন ছাড়তে রাজি ছিলেন না তিনি। তেজস্বী পাশাপাশি একই জেদ বজায় রাখে কংগ্রেসও। পরে জোটের স্বার্থে ৬১ আসনে লড়াই করতে রাজি হয় কংগ্রেস। সেই সংখ্যক আসন ছাড়তে রাজি হয়েছে আরজেডি।
দেখুন আরও খবর-