Monday, October 20, 2025
HomeBig newsবাংলাদেশ নির্বাচনে অংশ নিতে পারবে না হাসিনার আওয়ামি লিগ , জানাল কমিশন

বাংলাদেশ নির্বাচনে অংশ নিতে পারবে না হাসিনার আওয়ামি লিগ , জানাল কমিশন

সিদ্ধান্ত সরকারের নয়, কমিশনের, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন

ওয়েবডেস্ক- বাংলাদেশের নির্বাচনে (Bangladesh Election)  প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Former Prime Minister Sheikh Hasina) দল আওয়ামি লিগ (Awami League) অংশ নিতে পারবে না, জানিয়ে দিল বাংলাদেশ নির্বাচন কমিশন (Bangladesh Election Commission) । এই সিদ্ধান্ত সরকারের নয়, নির্বাচন কমিশন  নিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পাশাপাশি সুষ্ঠুভাবে ও অবাধ নির্বাচনের  জন্য বাংলাদেশ জেলা ও উপজেলাগুলোতে সভা সমিতি করেছে নির্বাচন কমিশন।

সম্প্রতি বরিশালে এক অনুষ্ঠানে বাংলাদেশের মুখ্য নির্বাচনি কমিশনার এএমএম নাসির উদ্দিনকে আওয়ামি লিগ নিয়ে প্রশ্ন করা তিনি জানান, রাজনৈতিক কর্মকাণ্ডে নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। এছাড়াও সরকারের তরফে বলা হয়েছে। তাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির নির্বাচনে অংশ নিতে পারবে না। যদি নির্বাচনের আগে বিচার সম্পন্ন হয় তখন সেটা দেখা যাবে।’

আরও পড়ুন-  ড্রাগ পাচার রুখতে সাবমেরিন গুঁড়িয়ে দিল ট্রাম্প সেনা! দেখুন ভিডিও

২০২৪ সালের কোটা সংক্রান্ত ইস্যুতে উত্তাল হয় বাংলাদেশ। সেই সময় সেনা নিরাপতায় দেশ ছেড়ে বোন রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে পালিয়ে আসেন হাসিনা। বাংলাদেশের শাসনে এখন মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। আওয়ামী লিগের দলের নেতা-নেত্রীদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা-সহ নানা অভিযোগ দায়ের হয়। সেই দেশের নির্বাচন কমিশন আওয়ামি লিগের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করে সেই দেশে।

উল্লেখ্য, আগামী বছরের ফেব্রুয়ারি মাসের গোড়া দিকে বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সেই দেশের নির্বাচন কমিশন। এমনটাই জানিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন।

দেখুন আরও খবর-

Read More

Latest News