Thursday, October 23, 2025
HomeScrollআজ কেমন যাবে আপনার সারাদিন
Zodiac Sign

আজ কেমন যাবে আপনার সারাদিন

১২ রাশির জাতকদের আজকের ভাগ্য বিস্তারিত জেনে নিন

দিনের শুরুতে কেমন যাবে আপনার দিন, সেটা নিয়ে প্রশ্ন থাকে মানুষের মধ্যে।  প্রেম, পরিবার, অর্থ বা কর্মজীবনে কেমন থাকবে।  ১২ রাশির জাতকদের (Zodiac Sign)  আজকের ভাগ্য বিস্তারিত জেনে নিন।

মেষ– জীবনে ধৈর্য্য ধরতে শিখুন, আপনি যেটা চাইছেন, সেটি এই বছরের মধ্যেই পাবেন। কর্মক্ষেত্রে উন্নতি। গুপ্ত শত্রুদের থেকে সাবধানে থাকুন।
বৃষ- কর্মক্ষেত্রে গোলযোগ। কাজের জায়গায় কর্তৃপক্ষ আপনার উপর অযথা চাপ তৈরি করতে পারেন। সতর্ক থাকুন। মানসিক চাপ বেশি নেবেন না।
মিথুন- আর্থিক সৌভাগ্য লাভ। কর্মক্ষেত্রে নতুন বন্ধু লাভ । মানসিক প্রশান্তি। আত্মীয় বন্ধুদের কোনও সাহায্যে আসতে পারেন। মাইগ্রেনের সমস্যা কষ্ট দিতে পারে।
কর্কট– কর্মে পদোন্নতি, বেতন বৃদ্ধি। কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের সুনজরে থাকবেন। শরীর স্বাস্থ্য ভালো যাবে। প্রেমে মানসিক শান্তি।

সিংহ- কাজের জায়গায় উন্নতি। ব্যবসা ও চাকুরিজীবীদের ভালো সময়। স্বাস্থ্য ভালো যাবে। গার্হস্থ্য শান্তি। পরিবারে সঙ্গে সুন্দর সময় কাটাবেন।

কন্যা– বিবাহের যোগ। নিজের পছন্দের মানুষের সঙ্গে বিবাহের যোগ প্রবল। কর্মক্ষেত্রে কাজের জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে।

তুলা- কাজের জগতে হঠাৎ কোনও কারণে সমস্যা দেখা দিতে পারেন। কর্তৃপক্ষের সঙ্গে মাথা ঠান্ডা রেখে কথা বলুন। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের সেই ইচ্ছে এবার পূরণ হতে চলেছে।

বৃশ্চিক- শিক্ষার্থীদের এই সময়টা খুব ভালো। শিক্ষার্থীরা পড়াশোনার জন্য বিদেশ যাত্রা করতে পারে। চাকুরিজীবী ও ব্যবসায়ীদের সুদিন আসছে। গুরুজনদের আশীর্বাদ নিয়ে যে কোনও কাজ শুরু করুন।

ধনু- আয় ও ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করে চলার চেষ্টা করুন। শিক্ষার্থীদের সময় ভালো। কর্মক্ষেত্রের সমস্যা ধীরে ধীরে সমাধান হয়ে যাবে।

মকর- জীবনে যা কিছু প্রত্যাশা করেছেন, এবার সেই স্বপ্নগুলো আপনার সব পূরণ হতে চলেছে। সব কাজে এগিয়ে যাওয়ার জন্য জীবন সাথীর সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে উন্নতির যোগ।

আরও পড়ুন-  শত্রুর ফাঁদে পড়ার আশঙ্কা! স্ত্রীর সঙ্গে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে এই ৩ রাশির

কুম্ভ– কাজের জায়গায় এবার আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন। কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের উন্নতি। পুরনো প্রেম আবার আপনার জীবনে ফিরে আসতে পারে। বিবাহের যোগ তৈরি হবে।

মীন– এই মাসটা আপনার জীবনে সুখ-শান্তি, আনন্দ নিয়ে আসবে। কর্মক্ষেত্রে নিজের জায়গা তৈরি করার জন্য কাজ করে যান , যথা সময়ে আপনি এর ফল পাবেন। মনের মতো মানুষ খুঁজে পেতে পারেন।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।,

 

Read More

Latest News