Monday, November 17, 2025
HomeScrollদিল্লি স্টেশনের কাছে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার! ঠিক কী ঘটনা?
Delhi

দিল্লি স্টেশনের কাছে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার! ঠিক কী ঘটনা?

ওই মহিলার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে

দিল্লি: উত্তর-পশ্চিম দিল্লির আদর্শ নগর রেলস্টেশন সংলগ্ন ঝোপ থেকে উদ্ধার হল মধ্যবয়স্ক এক  মহিলার দেহ। সেটি অর্ধনগ্ন অবস্থায় ছিল। দেহটি প্রথম দেখতে পান সবজিমাণ্ডি এলাকার সরকারি রেল পুলিশ (GRP)-এর কর্মীরা। তাঁরা জানান, স্টেশন প্রাঙ্গণের ঝোপের ভিতর পড়ে থাকা ওই মহিলার শরীরে একাধিক আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে। মুখ ও মাথায় গভীর ক্ষত মিলেছে।

সূত্রের খবর, মৃতার বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫, উচ্চতা প্রায় ৫ ফুট। প্রাথমিক অনুমান, তিনি ভবঘুরে ছিলেন। পুলিশ জানিয়েছে, মহিলার মুখ ও মাথায় তীক্ষ্ণ ধারালো অস্ত্রের ক্ষত ছিল এবং মুখের আশপাশ রক্তে মাখা। এই ঘটনার তদন্তে ইতিমধ্যে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন আধিকারিকরা। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, যাতে ঘটনাপূর্ববর্তী সময়ে ওই মহিলার গতিবিধি বা সন্দেহজনক কোনও ব্যক্তির উপস্থিতি চিহ্নিত করা যায়। পুলিশের অনুমান, গভীর ক্ষতের ধরন দেখে খুনটি অত্যন্ত নৃশংস পদ্ধতিতে ঘটানো হয়েছে।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে পাথর খাদানে ধস! বাড়ল মৃতের সংখ্যা

পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে সন্দেহজনক একটি ধারালো অস্ত্র, পাশাপাশি একটি মহিলাদের স্যান্ডেল ও একটি পুরুষদের স্যান্ডেল। পুলিশের দাবি, এগুলো হয়তো অপরাধের সঙ্গেই যুক্ত।

দেখুন খবর: 

Read More

Latest News