Thursday, January 15, 2026
HomeBig newsবিগ ব্রেকিং: SSC-র অযোগ্য তালিকায় খোদ মূল মামলাকারী লক্ষ্মী তুঙ্গা! এবার কী...
SSC Lakshmi Tunga Tainted Candidate

বিগ ব্রেকিং: SSC-র অযোগ্য তালিকায় খোদ মূল মামলাকারী লক্ষ্মী তুঙ্গা! এবার কী হবে?

শিক্ষক নিয়োগ দুর্নীতি, টেইন্টেড প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করল SSC

ওয়েবডেস্ক-  এসএসসিতে (SSC)  মূল মামলাকারী লক্ষ্মী তুঙ্গা (Lakshmi Tunga)  খোদ সিবিআই তালিকায় (CBI List) থাকা টেইন্টেড বা অযোগ্য (Tainted Candidate) ।  ২০১৬ সালের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই তালিকায় থাকা ওয়েটিং লিস্ট টেইন্টেড প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করল এসএসসি। ওয়েটিং লিস্টে প্রার্থী লক্ষী তুঙ্গার নাম রয়েছে সিবিআই তালিকায়। তিনি শিক্ষাকর্মীর ওয়েটিং লিস্টে ছিলেন।

 

লক্ষ্মী তুঙ্গার মামলার ভিত্তিতে ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ বাতিল করে হাইকোর্ট।  এছাড়াও সিবিআই তালিকায় থাকা টেইনটেড বা অযোগ্য ২৫০ জন ওয়েটিং লিস্ট শিক্ষক পদপ্রার্থী ও ১৮৫৩ জন অযোগ্য শিক্ষাকর্মীর নাম রয়েছে এসএসসির ওই তালিকায়। এছাড়াও সিবিআই তালিকায় থাকা টেইনটেড বা অযোগ্য ২৫০ জন ওয়েটিং লিস্ট শিক্ষক পদপ্রার্থী ও ১৮৫৩ জন অযোগ্য শিক্ষাকর্মীর নাম রয়েছে এসএসসির ওই তালিকায়।

লক্ষ্মী তুঙ্গা পশ্চিমবঙ্গে গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় একটি গুরুত্বপূর্ণ নাম, যিনি দীর্ঘ আইনি লড়াইয়ে মূল মামলাকারী। ইনি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের বিরুদ্ধে মামলা করেছিলেন।

আরও পড়ুন- আইপ্যাক কাণ্ডে তৃণমূলের মামলা খারিজ হাইকোর্টে!

বুধবার সন্ধ্যায় তালিকা প্রকাশ করে কমিশন। সেইখানে বলা হয়েছে, প্রথম তালিকায় সেই সব প্রার্থীদের নাম আছে, যাদের নাম সিবিআই ওএমআর মিসম্যাচ’ –এর আওতায় ছিল। তবে ২০২৬ সালের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তাদের নাম সুপারিশ করা হয়নি। আর দ্বিতীয় আছে শিক্ষাকর্মীদের নাম। কমিশনের দাবি মতো, ২০১৬ সালের নিয়োগ মামলায় সিবিআইয়ের ওএমআর মিসম্যাচ’ তালিকায় ওই প্রার্থীদের নাম রয়েছে, যাদের নাম চাকরির জন্য সুপারিশ করা হয়নি।

Read More

Latest News