ওয়েবডেস্ক- আগামী সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের বৈঠকের আগে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। কালই সেই বৈঠক হওয়ার কথা। এ রাজ্যের এসআইআর (SIR) নিয়ে কাল জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠকে বসছে। দিল্লি থেকে আসা অবজারভারদের নিয়ে ভার্চুয়ালি এই বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
দিল্লি থেকে আসা অবজারভারদের চোখে এ রাজ্যের এস আই আর কেমন চলছে? এস আই আর এর জন্য সময়সীমা বাড়ানোর প্রয়োজন রয়েছে? কোথায় কোথায় গাফিলতি আছে? সকাল ১১ টা থেকে বৈঠকে বসবে কমিশন। ভার্চুয়ালি শুধুমাত্র দিল্লি থেকে আসা অবজারভাররা এই বৈঠকে যোগ দেবেন। বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ও স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত বলেই কমিশন সূত্রে খবর।
আরও পড়ুন- সোমবার দিল্লিতে মমতা-জ্ঞানেশ কুমারের বৈঠক
উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Chief Election Commissioner Gyanesh Kumar)। সোমবারই মমতা দিল্লিতে যাবেন বলে খবর নবান্ন সূত্রে। সোমবার বিকেল ৪টে নাগাদ তৃণমূলের প্রতিনিধিদলকে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যেতে বলা হয়েছে। সূত্রের খবর, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে একথা জানিয়েছে কমিশন। উপস্থিত থাকবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এসআইআর পরিস্থিতি নিয়ে পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হচ্ছে, ভোটের এত নাম বাদ দেওয়াকে মোটেই ভালো চোখে দেখছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের এই ধরনের কাজে রীতিমতো ক্ষুব্ধ তিনি, একাধিকবার সেই কথা প্রকাশ্য জনসভায় জানিয়েছেন তিনি। সমস্ত কিছুকেই চক্রান্ত বলে বার বার সরব হয়েছেন।
এর আগে SIR প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ তুলে অন্তত ৫টি চিঠি মুখ্য নির্বাচন কমিশনারকে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই দিন আগেই তিনি বলেছিলেন, এতজন মানুষ মারা যাচ্ছেন। এবার তিনি নিজের দিল্লি যাবেন।







