ওয়েবডেস্ক- রাজ্যে ভয় ধরাচ্ছে নিপা ভাইরাস (Nipah Virus)। ফের মানুষের মনে করোনা আতঙ্ক ফিরে আসছে। আক্রান্ত বারাসতের (Barasat) দুই নার্সই (Nurse) কোমায়। এই দুই আক্রান্তের গ্লাসগো কোমা স্কেলের চোখ খোলা, মৌখিক প্রতিক্রিয়া ও মোটর রেসপন্স এই তিনটি সূচক ৫-এর নিচে রয়েছে। অতি সংকটজনক সিস্টার নার্স। পুনের এনআইভি থেকে নমুনা পাঠানো হয়েছিল, সেখা থেকে তার রিপোর্ট পজিটিভ এসেছে। ব্রাদার্স নার্সের রিপোর্টও পজিটিভ আসবে বলেই অনুমান করছেন চিকিৎসকেরা।
যারা তাদের এমন সংস্পর্শে এসেছে, এমন ৬৫ জনকে চিহ্নিত করে আইসোলেশনে (Isolation) পাঠানো হয়েছে। আক্রান্ত দুজনেই বারাসতের হৃদয়পুরে পেয়িং গেস্ট হিসেবে থাকতেন। ব্রাদার নার্সের সঙ্গে দু’জন ও সিস্টার নার্সের সঙ্গে থাকেন একজন। জানা গেছে, সেই দুজনও জ্বরে আক্রান্ত। এই তিনজন সহ স্টিস্টার নার্সকে বর্ধমান মেডিক্যাল কলেজে অ্যাম্বুলেন্সে করে যে চালক নিয়ে আসেন, এরা ছাড়া যারা ছিলেন, যারা চিকিৎসা করেছেন তাদের সকলকে চিকিৎসা করা হয়েছে।
আরও পড়ুন- নিপা ভাইরাসে আক্রান্ত আরও ১, জানুন এই ভিডিয়োয়
উপসর্গ ধরা পড়তে গুসকরায় নার্সিংহোমে একটি পরীক্ষায় বসেছিলেন পূর্ব বর্ধমানের সিস্টার নার্স। নিউটাউনে টিসিএসের সেন্টারে একটি পরীক্ষা করান পূর্ব মেদিনীপুরের বাসিন্দা ব্রাদার নার্স। যারা সংস্পর্শে এসেছিলেন তাদের মধ্যে ৩৫ জনের নমুনা কল্যাণী এইমসে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।







