ওয়েব ডেস্ক: সিনেমার জগতে নতুন চমক! উত্তর প্রদেশের বিতর্কিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের(Chief Minister of Utterpradesh Yogi Adityanath) জীবন এবার রূপোলি পর্দায়। ‘অজেয় – দ্য আনটোল্ড স্টোরি অফ আ যোগী'(Ajey – The Untold Story Of A Yogi) নামের এই বায়োপিকটি(Biopic) তাঁর গেরুয়া বসন পরিহিত জীবনের অজানা অধ্যায় তুলে ধরবে, যেখানে তাঁর সাধারণ শৈশব থেকে রাজনৈতিক আঙিনায় উত্থানের কাহিনী চিত্রিত হবে।
সম্প্রতি প্রকাশিত মোশন পোস্টারে যোগী আদিত্যনাথের জীবনের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তের আভাস পাওয়া যায়। উত্তরাখণ্ডের নিভৃত গ্রামে তাঁর বেড়ে ওঠা থেকে নাথপন্থী যোগী হওয়ার সিদ্ধান্ত এবং একজন প্রভাবশালী রাজনীতিবিদ হিসেবে আবির্ভাব – এই চলচ্চিত্রটি তাঁর জীবনের প্রতিটি বাঁক দর্শকদের সামনে তুলে ধরবে।
অভিনেতা অনন্ত যোশী যোগী আদিত্যনাথের চরিত্রে অভিনয় করছেন। তাঁর শক্তিশালী অভিনয় এই সন্ন্যাসী থেকে রাজনৈতিক নেতা হয়ে ওঠার যাত্রাকে জীবন্ত করে তুলবে।
আরও পড়ুন:মুম্বইতে জমকালো বাঙালি পোশাকে ফ্যাশন শোয়ে হাটলেন প্রসেনজিৎ
ছবিটিতে পরেশ রাওয়াল, দীনেশ লাল যাদব ‘নিরহুয়া’, অজয় মেঙ্গি, পবন মালহোত্রা, গরিমা সিং এবং রাজেশ খট্টরের মতো প্রবীণ অভিনেতারাও রয়েছেন।
শান্তনু গুপ্তের ‘দ্য মঙ্ক হু বিকেম চিফ মিনিস্টার’ বইয়ের উপর ভিত্তি করে তৈরি এই চলচ্চিত্রটি নাটক, অ্যাকশন, আবেগ এবং ত্যাগের এক অসাধারণ মিশ্রণ। সম্রাট সিনেমাটিক্সের প্রযোজক ঋতু মেঙ্গির মতে, এই গল্পটি সম্পূর্ণরূপে রূপান্তরের কাহিনী।
পরিচালক রবীন্দ্র গৌতম এই চলচ্চিত্রটির পরিচালনা করছেন এবং দর্শকদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করতে তিনি অক্লান্ত পরিশ্রম করছেন। তাঁর মতে, “এই চলচ্চিত্রটি কেবল একজন রাজনীতিবিদের গল্প নয়; এটি দৃঢ় সংকল্প, নিঃস্বার্থতা এবং নেতৃত্বের কাহিনী। আমরা চাই তরুণ প্রজন্ম তাঁর জীবন থেকে অনুপ্রেরণা পাক।”
মিট ব্রোস এই ছবির সঙ্গীত পরিচালনা করছেন, এবং দিলীপ বচ্চন ঝা ও প্রিয়াঙ্ক দুবে চিত্রনাট্য লিখেছেন। বিষ্ণু রাওয়ের চিত্রগ্রহণে এবং উদাই প্রকাশ সিংয়ের প্রযোজনা নকশায় ছবিটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।
‘অজেয়’ ২০২৫ সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে। চলচ্চিত্রটি শুধুমাত্র হিন্দি ভাষাতেই নয়, তেলেগু, তামিল, কন্নড় এবং মালয়ালম ভাষাতেও মুক্তি পাবে।