Friday, August 29, 2025
Homeবিনোদনবলিউডে অক্ষয় ম্যাজিক আবার ফিরিয়ে আনতে মহাকুম্ভ স্নান!

বলিউডে অক্ষয় ম্যাজিক আবার ফিরিয়ে আনতে মহাকুম্ভ স্নান!

সোমবার প্রয়াগরাজের মহাকুম্ভ মেলার(Mahakumbha Mela at Prayagraj) সঙ্গমে পবিত্র স্নান করতে দেখা গেল ‘স্কাই ফোর্স’ হিরো সুপারস্টার অক্ষয় কুমারকে(Sky Force hero superstar Akshay Kumar)। সদ্য মুক্তি পেয়েছে তার এই ছবি। অক্ষয় কুমার মেলার শেষ সময় গিয়ে স্নানে(Holy dip )অংশ নিলেন। সাদা পোশাকে সঙ্গমের জলে দাঁড়িয়ে সারলেন সূর্য প্রণাম। তার কন্ঠে শোনা গেছে শিবভক্তির গান। অনেকেরই ধারণা বলিউডে অক্ষয় ম্যাজিক আবার ফিরিয়ে আনতে অর্থাৎ কপাল ফেরাতে তিনি মহা কমবে পৌঁছেছেন।
তিনি জানিয়েছেন আমার এখনো মনে আছে আমি যখন ২০১৯ সালে শেষ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল, তখন যারা খুব দুঃখে থাকতেন সমস্যা জর্জরিত তারা আসতেন। কিন্তু এবার সব বড়লোক আম্বানি আদানি এমন কি বড় অভিনেতারা সবাই আসছে। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এবারের মহাকুম্ভে যেন তারকাদের ঢল নেমেছে। দেশ-বিদেশের সেলিব্রিটিরও এবার হাজীর মহাকুম্ভের পূণ্যস্নানে। অনেকে আসছেন আধ্যাত্মিক মননকে সমৃদ্ধ করতে। সংবাদ মাধ্যমকে বলিউড স্টার জানিয়েছেন যথেষ্ট আনন্দ পেয়েছি।

Read More

Latest News