Tuesday, September 9, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeবিনোদনখোদ মার্কিন মুলুকের কনসার্টে ট্রাম্পকে 'শুল্ক সম্রাট' বলে খোঁচা বাদশার !'
Rapper Badsha

খোদ মার্কিন মুলুকের কনসার্টে ট্রাম্পকে ‘শুল্ক সম্রাট’ বলে খোঁচা বাদশার !’

'আর কত ট্যারিফ চাই ট্রাম্পের..!'

ওয়েব ডেস্ক: সম্প্রতি ‘বিগবস'(Big Boss) এর শোতে সঞ্চালক সলমন খানের(Salman Khan) মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(American President Donald Trump) সম্পর্কে ‘কটাক্ষ’ করেছিলেন। এবার যেন তার পথ অনুসরণ করে খোদ মার্কিন মুলুকের কনসার্টেই ট্রাম্পকে খোঁচা দিলেন ব়্যাপার বাদশা(Rapper Badsha)। ইংল্যান্ড,কানাডা,সৌদি আরব সফরের পর এবার জনপ্রিয় ভারতীয় ব়্যাপার মার্কিন ট্যুরে(America Tour) গেছেন। বিগত কয়েকদিন ধরে উত্তর আমেরিকার বিভিন্ন জায়গায় শো করছেন গায়ক।

আরও পড়ুন:দাদাসাহেব ফালকের বায়োপিকের জন্য ওজন বাড়িয়েছেন আমির!

বাদশার ‘আনফিনিশড ইউএসএ ট্যুর'(Unfinished USA Tour) এখন চর্চায় উঠে এসেছে। সেই দেশের মাটিতে দাঁড়িয়েই নয়া শুল্ক নীতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিলেন বাদশা। কনসার্টে গানের মাধ্যমেই ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে বিদ্রুপের সুরে গান গেয়েছেন ভারতীয় জনপ্রিয় এই ব়্যাপার। গানকে হাতিয়ার করেই হাস্যরসের মাধ্যমে বিশ্বের রাজনৈতিক এবং অর্থনৈতিক ইস্যুগুলি নিয়ে এবার সরব হয়েছেন বাদশা।


ট্রাম্পের দেশে মঞ্চে দাঁড়িয়েই ৫০ শতাংশ শুল্ক নীতি নিয়ে তাঁকে বিঁধলেন গায়ক। তার সাম্প্রতিক নিউ জার্সি কনসার্টে বাদশার একটি বিশেষ জনপ্রিয় গানের অনুরোধ আসে তার দর্শক অনুরাগীদের কাছ থেকে। ‘বীরে দি ওয়েডিং'(Veere Di Wedding) ছবি র এই গানটিকেই পলিটিক্যাল স্যাটায়ার(Political satire) হিসেবে মঞ্চে পরিবেশন করেন বাদশা।
ছবির এই বিশেষ গানটিতে একটি লাইন ছিল ‘আর কত তারিফ চাই তোমার…!’ যা বদলে বাদশার কন্ঠে শোনা যায়, ‘আর কত ট্যারিফ(Tariff) চাই ট্রাম্পের..!’ গানের এই ব্যঙ্গাত্মক ভঙ্গিতে দর্শক আসন তখন করতালিতে
ফেটে পড়ছেন একাংশ। অনেকেই সিটি বাজিয়ে সমর্থন জানাচ্ছেন বাদশাকে। হাসিতে ফেটে পড়েছেন অনেকে। এমনকি ট্রাম্পকে ‘শুল্ক সম্রাট'(Tariff King Trump) আখ্যা দিয়েছেন ভারতীয় ব়্যাপার।

 

 

View this post on Instagram

 

A post shared by Onevision Media (@onevisionmedia.in)

Read More

Latest News