বাঙালি বলিউড অভিনেত্রী বিপাশা বসু(Bipasha Bose) তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্টে লেখেন,’বিষাক্ত লোকেরা বিশৃঙ্খলা সৃষ্টি করে, আঙ্গুল তুলে দোষ চাপায় এবং সব সময় দায় এড়িয়ে চলে।’ এরপরই আর একটি পোস্টে তিনি লেখেন,’বিষাক্ত নেতিবাচক মানসিকতার মানুষ থেকে দূরে থাকুন। ঈশ্বর সবার মঙ্গল করুক’।
প্রসঙ্গত, বেশ কিছু কাল আগে সংগীতশিল্পী মিকা সিং(Mika Singh) ৪ কোটি টাকা বাজেটের একটি ছবি নির্মাণ করবেন বলে ঠিক করেছিলেন। ছবিটি ভূষণ প্যাটেলের পরিচালনা করার কথা ছিল। বলিউড ছবির তুলনায় এই বাজেট নিতান্তই কম। ছবিতে বিপাশার স্বামী অভিনেতা করণ সিং গ্রোভারকে(Karan Singh Grover) নেওয়ার কথা ভেবেছিলেন মিকা। সাম্প্রতিককালে বিপাশাকে অনেক দিনই বলিউডে আর দেখা যাচ্ছে না। মেয়ে দেবীর সঙ্গে এখন অনেকটা সময় কাটান বলিউড অভিনেত্রী।
২০২০ সালে ‘ডেঞ্জারাস’ শীর্ষক একটি ওয়েব সিরিজে বিপাশা বসু ও তাঁর স্বামী করণ সিং গ্রোভারকে অভিনয় করতে দেখা গিয়েছিল। এটির প্রযোজক ছিলেন মিকা সিং। হজে যাব হিসেবে এই ওয়েব সিরিজের মাধ্যমেই আত্মপ্রকাশ করেছিলেন মিকা।
বলিউডের এক সময় সেনসেশন বিপাশা কেন হারিয়ে যাচ্ছেন সে সম্পর্কে গায়ক মিকা মন্তব্য করে বলেন এটা বিপাশার কর্মফল। এ প্রসঙ্গে তিনি পুরনো দিনের সেই কথা টেনে এনেছেন। মিকার ছবিতে নায়ক হিসেবে করণকে ভাবলেও নায়িকার চরিত্রে ভাবা হয়েছিল অন্য এক সুন্দরীকে। মিকার কথায় অভিনেত্রী বিপাশা ছিলেন ‘নাছোড়বান্দা’। ছবির শুটিংয়ের লন্ডনে গিয়েই বিপাশা-করণের বায়েনাক্কা বাড়তে থাকে। নতুন নতুন গাভীর কথা তাদের মুখে শোনা যায়। ছবিতে একটি চুম্বনের দৃশ্য ছিল। তা নিয়ে দুজন আপত্তি তোলে। এমনকি দম্পতির জন্য একটি ঘর কেন দেওয়া হয়েছে তা নিয়েও আপত্তি করে।তাদের জন্য আমার ছবির বাজেট অনেক বেড়ে যায়।
আরও পড়ুন: রাজকাপুরের জন্মশতবর্ষ: মহানায়িকার সঙ্গে কাজ করা হয়নি
এমনকি ডাবিং এর সময়তেও বিপাশা ও কারণকে নিয়ে বেজায় সমস্যা পড়তে হয়, প্রযোজক মিকাকে। মিকার কথায় সব সময় শুনছিলাম দুজনের কারোর না কারোর গলা খারাপ। তাই বলতে চাই কর্মহীন অভিনেত্রীরা ভাগ্যকে দোষ না দিয়ে নিজেদের ব্যবহারের উপর নজর দিন। মিকা আরো জানান ধর্ম প্রোডাকশনের মত বড় প্রযোজনা সংস্থায় ছোট্ট চরিত্রে অভিনয় করতে পেরেই এরা বর্তে যায়। আবার আমার মতো ছোট প্রযোজকদের ন্যূনতম সম্মানটুকু দেবার প্রয়োজন বোধ করে না।
এখনো পর্যন্ত তুমি কার এই সমস্ত মন্তব্যের পাল্টা জবাব বলিউড অভিনেত্রী বিপাশা এখনো দেননি। তাহলে এসব নিয়ে কি ভাবছেন বাঙালি হার্টথ্রাব বলিউড অভিনেত্রী!