Home Scroll ক্যাজুয়াল ডেনিম আউটফিটে তাক লাগালেন সোহিনী

ক্যাজুয়াল ডেনিম আউটফিটে তাক লাগালেন সোহিনী

কলকাতা: অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar) বর্তমান প্রজন্মের কাছে যাকে বলে ‘ক্রাশ’। যখনই কিছু পোস্ট করেন, কমেন্ট বক্স ভেসে যায় তাঁর ভক্তদের মুগ্ধতায়। এবার দেখা গেল একেবারে অন্য অবতারে। পাতা ঝরা বৃষ্টিতে গাছের ফাঁকে একান্তে দাঁড়িয়ে অভিনেত্রী।

সোহিনী যেন একই অঙ্গে অনেক রূপ। তিনি কখনও পাহাড়ি নির্জনতায় হারিয়ে যান, তো কখনও বোহিমায়ন সাজে ধরা দেন। কখনও তো আবার লালমাটির দেশে শাড়ি পড়ে সাইকেল চালান। আবার কখনও মডেলরূপে ধরা দেন তিনি। অতিরিক্ত মেকআপ, হেয়ারস্টাইল কিংবা পোশাক নিয়ে তিনি খুব একটা এক্সপেরিমেন্ট করেন না। আবার কখনও তাঁকে দেখা যায় বসন্তের দুপুরে শহরের রাস্তায় একেবারে ক্যাজুয়াল ডেনিম লুকে। ছবি দেখে মনে হচ্ছে যেন একেবারে ‘দ্য গার্ল নেক্সট ডোর’। আসলে সব পোশাকেই এত সাবলীল সোহিনী।

আরও পড়ুন: ইশার শরীরী নেশায় বুঁদ শহরবাসী

এবার ও তাকে একে বারে সাদামাটা সাজে ক্যাজুয়াল লুকে দেখা গেল। পড়ন্ত দুপুরে প্রকৃতির মাঝে একান্তে পরিবেশ উপভোগ করছেন সোহিনী। ব্লু টিশার্ট সঙ্গে ডেনিম শার্ট। চোখে কালো চশমা। পড়ন্ত রোগ গায়ে মেখে গাছের আড়ালে আনমোনা হয়ে দাঁড়িয়ে সোহিনী। একেবারে ন্যাচারাল মেক আপে, ক্যাজুয়াল লুকে নজর কেড়েছেন তিনি। ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘যেখানে পাতা ঝরার শব্দ নিয়ে গান বানায় গাছেরা, যেখানে রুক্ষতার কবিতা লেখে মাটি’।

 

View this post on Instagram

 

A post shared by Sohini Sarkar (@sohinisarkar01)

অন্য খবর দেখুন