Friday, August 29, 2025
HomeScroll৪ দিনেই ১৪০ কোটির ক্লাবে ‘ছাবা’

৪ দিনেই ১৪০ কোটির ক্লাবে ‘ছাবা’

কলকাতা: দেশ মজেছে ছাবা (Chhaava)-তে। ছবি মুক্তির পর দেশজুড়ে ব্যাপক সাড়া জাগিয়েছে ভিকি অভিনীত এই ছবি। মুক্তি পাওয়া ভিকি কৌশল ও রশ্মিকা মান্দনার (Rashmika Mandanna)সিনেমা সমালোচকদের প্রশংসা পাওয়ার পাশাপাশি, বক্স অফিসেও (Box Office Chhaava Day 4) দুর্দান্ত আয় করছে। ছবির সাফল্যে সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ছাবা’। মুম্বইয়ের বাবুলনাথ মন্দিরে আশির্বাদ প্রার্থনা করতে যান বলি অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal)। বক্স অফিসে রেকর্ড আয় ভিকি কৌশল অভিনীত সিনেমার।

অ্যাডভান্স বুকিং দেখেই আভাস মিলেছিল যে ‘ছাবা’ (Box Office Chhaava Day 4) পয়লা দিনেই ঝড় তুলে দেবে। ঐতিহাসিক অ্যাকশন ফিল্ম “ছাবা” ইতিমধ্যেই বক্স অফিসে একটি শক্তিশালী প্রভাব ফেলেছে, এর উদ্বোধনী দিনে বিশ্বব্যাপী ৫০ কোটির ব্যবসা করেছে। ছবিটি ৪ দিনে আয় করেছে ১৪০ কোটি টাকার কিছু বেশি। পঁচিশের বক্স অফিসে নতুন মাইলফলক গড়ে ফেলল ভিকি কৌশলের ‘ছাবা’। যা কিনা অভিনেতার কেরিয়ারেও সবথেকে বড় ওপেনিং হওয়ার পাশাপাশি ২০২৫ সালের বলিউডের বক্স অফিসেও ‘বড় ওপেনার’ হিসেবে নাম লিখিয়েছে এই সিনেমা।

আরও পড়ুন: অবসর যাপনে একাকী শান্তিনিকেতনে সোহিনী

পয়লা দিনে ‘ছাবা’র আয় ৩৩ কোটি, দ্বিতীয় দিন শনিবারে তা আরও বেড়েছে। ৩৭ কোটি টাকার ব্যবসা করেছে ‘ছাবা’। রবিবারের আয় সবথেকে বেশি। ৪৯.৬৩ কোটি টাকা। আর সোমবার বিকেল পর্যন্ত ৬.৬৭ কোটি। তিন দিনেই ১০০ কোটি পার ‘ছাবা’র। দেশব্যপী চতুর্থ দিনে, ছাবা-র সংগ্রহ ২৪ কোটি। ২০২৫ সালের সর্বাধিক উপার্জনকারী চলচ্চিত্র হয়ে উঠেছে এটি ইতিমধ্যেই। সেই উপলক্ষেই মুম্বইয়ের ঐতিহ্যবাহী বাবুলনাথ মন্দিরে পুজো দিলেন ভিকি কৌশল। অভিনেতা ভিকি কৌশল। অভিনেতার পরনে ছিল প্যান্টের সঙ্গে ঐতিহ্যবাহী বাদামী কুর্তা। মন্দিরে জড়ো হওয়া ভক্তরা ভিড় করেছিলেন অভিনেতাকে এক ঝলক দেখার জন্য। ভিকি ভক্তদের সঙ্গে ছবি তোলেন অনুরাগীরা।

অন্য খবর দেখুন

Read More

Latest News