Monday, August 25, 2025
HomeScrollলাল শাড়িতে কলকাতার রাস্তায় চিত্রাঙ্গদা সিং

লাল শাড়িতে কলকাতার রাস্তায় চিত্রাঙ্গদা সিং

কলকাতা: খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টারের আসাধারণ অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন চিত্রাঙ্গদা সিং (Chitrangada Singh)। এবার তাঁকে দেখা গেল বঙ্গ তনয়ার সাজে। লাল শাড়িতে অভিনেত্রীকে দেখে মুগ্ধ অনুরাগীরা। লাল অর্গানজা শাড়ি, চিত্রাঙ্গদা সিংয়ের লুকে মুগ্ধ অনুরাগীরা। অভিনেত্রী একটি সুন্দর লাল শাড়িতে সবার নজর কেড়েছেন।

লাল অর্গানজা শাড়িতে সেলফ এম্ব্রয়ডার কাজ যা তার চেহারাকে অতিরিক্ত আকর্ষণী করে তুলেছে। শাড়ির সঙ্গে ম্যাচিং নেকলাইন ব্লাউজ। রূপালী ঝুমকা এবং ম্যাচিং চুড়ির সঙ্গে তিনি তার লুকে একটি বোহো স্পর্শ যোগ করেছিলেন। মেকআপের জন্য, তিনি তার ক্লাসিক ম্যাট গ্ল্যাম এবং ঠোঁট গাঢ় লিপস্টিক তাঁর লুকে সম্পূর্ণ করেছে। সঙ্গে খোলা চুল। তিনি অনায়াসে পুরানো দিনের সৌন্দর্যকে আধুনিক পরিশীলিততার সঙ্গে মিশিয়ে দিয়েছেন। অভিনেত্রীকে এই সাজে মোহময়ী দেখাচ্ছে। তার সৌন্দর্যকে এক সরলতার সঙ্গে তুলে ধরেছেন। চিত্রাঙ্গদার এই সাজ গ্রীষ্মে অফিস পার্টি হোক বা কোনও অনুষ্ঠান তার আপনার জন্য দুর্দান্ত বিকল্প হতে পারে।

 

View this post on Instagram

 

A post shared by Chitrangda Singh (@chitrangda)

 আরও পড়ুন: মলদ্বীপে ছুটির মেজাজে করণ, শেয়ার করলেন একগুচ্ছ ছবি

অন্য খবর দেখুন

Read More

Latest News