কলকাতা: মালাইকা অরোরা (Malaika Arora), যার আলাদা কোন ইন্ট্রোডাকশানের প্রয়োজন নেই। অভিনেত্রীর ফ্যাশনের জন্য বরাবরই সবার লাইমলাইট কেড়ে নেন। বলিউডের গ্ল্যাম ডিভা নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য আলাদা পরিচিত বানিয়েছেন। এবার বোল্ড অবতারে ধরা দিলেন মালাইকা।
মালাইকা নিজের ফিটনেস ও অনবদ্য ফ্যাশন সেন্সের জন্য চর্চায় থাকেন। অভিনেত্রী তাঁর সাহসী আবতারে পুরুষদের হার্টবিট বাড়ান। এবার বোল্ড কালো শাড়িতে শীতেও নেটাগরিকদের ঘাম ঝড়ালেন অভিনেত্রী। ছবিতে মালাইকাকে কালো ল্যাটেক্স শাড়িতে ক্লাসিক ভারতীয় সাজে দেখা গিয়েছে। সাহসী লুক দিয়েছেন তিনি। মালাইকার কালো ল্যাটেক্স শাড়ির (Malaika Arora Black Saree) পরে ক্লাসিক ভারতীয় সাজে ধরা দিলেন তিনি। উজ্জ্বল টেক্সচার একটি মসৃণ সিলুয়েট তৈরি করেছেন। মালাইকা ল্যাটেক্স শাড়িটিকে একটি সাধারণ সাদা ট্যাঙ্ক টপের সঙ্গে পরেছেন। যা শাড়ির গাঢ় কালো কাপড়ের চমৎকার মানানসই। মালাইকার মেকআপ সাহসী এবং গ্ল্যামারাসের একটি নিখুঁত মিশ্রণ লক্ষ্য করা গিয়েছে। তার ত্বক একটি উজ্জ্বল বেস সঙ্গে ন্যুড লিপস্টিক ও গলায় ভারী নেকপিস দিয়ে মেকআপ কমপ্লিট করেছেন। এই লুকে কুপকাত পুরুষরা।
View this post on Instagram
আরও পড়ুন: কেমন লাগল ছবি, বিনোদিনী থিয়েটারে হাজির রুক্মিণী
অন্য খবর দেখুন