‘স্লেয়ার’ শীর্ষক নতুন একটি নারী কেন্দ্রিক সাইকোলজিক্যাল থ্রিলার শুরু হতে যাচ্ছে। ছবিটির পরিচালনার দায়িত্বে থাকছেন দ্বৈপ্যন এম। নতুন এই ছবিতে
প্রধান চরিত্রে অভিনয়ের জন্য জুটি বাঁধবেন শুভঙ্কি ধর ও আরিয়ান ভৌমিক। মূলত এক ডাক্তারের জীবনের উপর ভিত্তি করে তৈরি হবে এই সাইকোলজিকাল থ্রিলার। কিভাবে এক ডাক্তারের জীবন এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হওয়ার পর নতুন মোর নেয় তা নিয়েই তৈরি হবে ‘স্লেয়ার’।
শুভঙ্কি এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে চলেছে। এর আগে তিনি বেশ কিছু ধারাবাহিকে কাজ করেছেন। মুখ্য ভূমিকায় আরিয়ান ছাড়াও আরো কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুপ্রিয় দত্ত,সুশান্ত দে,সৌরভ ভট্টাচার্য ও অন্যান্যদের।
রহস্য এবং থ্রিলারের মোড়কের এই ছবিতে বেশ কয়েকটি গান থাকছে। থ্রিলার-মার্ডার-রহস্য সবকিছু নিয়েই তৈরি হবে ‘স্লেয়ার’ বলে জানিয়েছেন পরিচালক দ্বৈপ্যন। পরিচালকের আসা দর্শকদের গাছের ছবিটি যথেষ্ট উপভোগ্য হবে। অভিনেত্রী শুভঙ্কি জানিয়েছেন, এই ছবিতে পুরোপুরি ভিন্ন লুকিয়ে দর্শক তাকে দেখতে পাবেন। অভিনেতা আরিয়ানের সঙ্গে তার কাজ করার অভিজ্ঞতাও যথেষ্ট ভালো। ছোট পর্দা থেকে বড় পর্দা ছুঁয়ে ওটিটিতেও কাজ করেছেন আরিয়ান। প্রশংসিত হয়েছে তার অভিনয়। সুজিত মুখোপাধ্যায়ের টেক্কা ছবিতে দেবের পাশে তার অভিনয় দর্শকরা দেখেছেন। এই ছবির দৌলতে ফের একবার তাকে বড় পর্দায় দেখা যাবে।
ছবি ফ্লোরে যাওয়ার আগে শুরু হয়েছে ওয়ার্কশপ।
আরিয়ান-শুভঙ্কি জুটি বাঁধছেন নারী কেন্দ্রিক মনস্তাত্ত্বিক থ্রিলার ‘স্লেয়ার’-এ
এক ডাক্তারের জীবনের উপর ভিত্তি করে তৈরি হবে
Follow Us :