Wednesday, August 27, 2025
Homeবিনোদনক্যালিফোর্নিয়ার রাস্তায় ঠোঁটে ঠোঁট রেখে রাজ-শুভশ্রীর চুম্বন! ইউভান কি করছে!

ক্যালিফোর্নিয়ার রাস্তায় ঠোঁটে ঠোঁট রেখে রাজ-শুভশ্রীর চুম্বন! ইউভান কি করছে!

 কলকাতা: ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে ঠোঁটে ঠোঁট রেখে ২০২৫-কে বরণ করে নিয়েছিলেন টলিউডের তারকা জুটি রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলী(Raj Chakraborty-Subhashree Ganguly)। সেই ছবি বছরের প্রথম দিন সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন দম্পতি। নিজের স্ত্রীকে চুম্বনে(Kissing) আলিঙ্গন করে গত বছর বিতর্কের মুখেও পড়েছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী। তবে সে সবে কান দেন নি তারকা জুটি।

আরও পড়ুন:স্ত্রীর জন্মদিনে বিরাট জানালেন কেন তিনি অনুষ্কা প্রেমে পাগল!

গত ১৯ এপ্রিল ‘সন্তান'(Santan) ও ‘বাবলি'(Babli) ছবি নিয়ে রাজ-শুভশ্রী ‘লস অ্যাঞ্জেলেসের ফিল্ম ফেস্টিভ্যাল'(Los Angeles Film Festival)-এ যোগ দিতে  গিয়েছিলেন। সেসব মিটে যাবার পর মার্কিন মুলকের বিভিন্ন জায়গা বিশেষ করে ক্যালিফোর্নিয়ায় ঘুরে বেড়াচ্ছেন তারা পুত্র ইউভানকে(Yuvan) নিয়ে। সেখান থেকেই ঘুরে বেড়ানোর নানান ছবি পোস্ট করছেন তারকা দম্পতি। যদিও তাঁদের ছোট্ট মেয়ে ইয়ালিনি এবার এই সফরে যায়নি। বৃহস্পতিবার সকাল সকাল ক্যালিফর্নিয়ার ইউনিভার্সাল স্টুডিও পার্ক(Universal Studio Park) ঘোরার একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী।


আর সেখানেই সুন্দরী স্ত্রীর ঠোটে ঠোঁট রেখে চুম্বন করছেন পরিচাল রাজ চক্রবর্তী- এমন ছবি দেখে অনুরাগীরা যথেষ্ট উত্তেজিত। মার্কিন মুলুকে ‘চুম্বন’ নিয়ে কোন বিতর্ক হবে না এটা তারকা দম্পতি জানেন। সঙ্গী পুত্রের সেদিকে তাকানোর সময় নেই! সে খুঁজে বেড়াচ্ছে মজার মজার রাইড। সুন্দর সুন্দর স্ট্যচুরা যেন তার জন্য অপেক্ষা করছে। ইউভান যে কতটা আনন্দ করছে তা মায়ের পোস্ট করা ছবিগুলো দেখলেই বোঝা যায়। পায়ে  সাদা স্নিকার্স আর লাল-নীল হুডি এবং কালো প্যান্ট পরে পার্কে দৌড়ে বেড়াচ্ছে ইউভান।
বুধবারই মার্কিন মুলক থেকে ফিরে এসেছেন রাজ-শুভশ্রী। ফিরে এসেও ছবির বন্যায় ভাসিয়ে দিচ্ছেন অনুরাগীদের।

Read More

Latest News