Friday, August 29, 2025
HomeScrollবিনোদিনী মুডে রুক্মিণী

বিনোদিনী মুডে রুক্মিণী

ওয়েব ডেস্ক: ২০২৫ – এর শুরুতেই মুক্তি পায় বহু প্রতীক্ষিত ছবি ‘ বিনোদিনী : একটি নটির উপাখ্যান ‘। মুখ্য ভূমিকায় অভিনয় করেন রুক্মিণী মৈত্র। বিনোদিনী চরিত্রটি অভিনয় করার জন্য এক বছরেরও বেশি সময় ধরে নিজেকে অধ্যাবসায়ের মধ্যে নিমজ্জিত করেন তিনি। তবে এখনো সোশ্যাল মিডিয়াতে তার বিভিন্ন পোস্ট করা ছবি দেখলে মনে হয় বিনোদিনী চরিত্রটির মধ্যেই যেন এখনো বসবাস করছেন তিনি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ছবি পোস্ট করেছেন রুক্মিণী। চলুন দেখে নেওয়া যাক সেইসব ছবি….

আরও পড়ুন: বিয়ে সারলেন বাংলাদেশি অভিনেত্রী মেহজাবিন

 

View this post on Instagram

 

A post shared by RUKMINI MAITRA ? (@rukminimaitra)

বিনোদিনী চরিত্রটি করে রুক্মিণী মৈত্র মন্তব্য করেছিলেন প্রত্যেক নারীর উচিত বিনোদিনীর সংগ্রামের কাহিনী জানা। পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে কিভাবে একজন নারী নিজেকে প্রতিষ্ঠিত করেন তার প্রথম উদাহরণ হিসেবে উঠে আসে বিনোদিনীর নাম। শুধু তাই নয় মৌপিয়া নন্দীর সঙ্গে এক্সক্লুসিভ ইন্টারভিউতে রুক্মিণী জানান বিনোদিনী চরিত্রটি করার পর তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ফোন করে অনুরোধ করে স্টার থিয়েটারের নাম যাতে বিনোদিনী থিয়েটার করা হয়। আর তারপরেই বসিরহাটের সভা থেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন স্টার থিয়েটারের নাম হতে চলেছে বিনোদিনী থিয়েটার।

‘ বিনোদিনী : একটি নটির উপাখ্যান ‘ সিনেমা রিলিজ হয়ে কেটে গেছে প্রায় এক মাস। কিন্তু এখনো যেন রুক্মিণী বিনোদিনী চরিত্র টির মধ্যেই রয়েছেন। তাঁর ইনস্টাগ্রাম পোস্ট তেমনই ইঙ্গিত দিচ্ছে। ঘিয়ে রংয়ের সুতোর কাজ করা সিল্কের শাড়ি , সঙ্গে ম্যাচিং ঘিয়ে রংয়ের স্লিভলেস ব্লাউজ, সাদা ম্যাচিং জুয়েলারি, মাথায় ছোট্ট খোপা, হাতে বেলি ফুল, সঙ্গে আভিজাত্য লুক। সব মিলিয়ে বিনোদিনী চরিত্রের প্রতিফলন যেন দেখা যাচ্ছে রুক্মিণীর মধ্যে।

দেখুন অন্য খবর

Read More

Latest News