Saturday, August 23, 2025
HomeScrollমনোকিনিতে শেহনাজ, খোলা প্যান্টের চেন...

মনোকিনিতে শেহনাজ, খোলা প্যান্টের চেন…

কলকাতা: ‘বিগ বস’-এ প্রতিযোগিতার পর থেকেই চর্চার থাকেন শেহনাজ গিল (Shehnaaz Gill)। ছোটপর্দা হোক বা বড়পর্দা কিংবা বলিউডে শেহনাজ বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। সলমন খানের হাত ধরেই সিনেমার পর্দায় অভিষেক ঘটেছে তাঁর। ওজন কমিয়ে একেবারে ছিপছিপে হয়েছেন। এ বার মনোকিনিতে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। এবার সুইমস্যুটের সঙ্গে শর্টস পরে ট্রোলড (Shehnaaz Gill Trolled) হতে হল নায়িকাকে। কী কাণ্ড ঘটালেন দেখে নিই…

আরও পড়ুন: ৭ দিনে ৩০০ কোটির ঘরে ‘ছাবা’

সোশাল মিডিয়াতেও শেহনাজের অনুসরণকারীর সংখ্যা নেহাত মন্দ নয়! চমকে দেওয়ার মতো। এবার সুইমস্যুটের সঙ্গে শর্টস পরে দেখা গেল নায়িকাকে। শেহনাজ গিল বর্তমানে সিডনিতে রয়েছেন। সেখানকার সমুদ্র সৈকত থেকেই একগুচ্ছ হাসিখুশি রঙিন মেজাজের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সমুদ্র তটে অভিনেত্রী আবেদনময়ী লুকে ধরা দিয়েছেন। উন্মক্ত বক্ষবিভাযিকা আর তাঁর ‘সান কিসড’ ছবি দেখে অনুরাগীরা মন্ত্রমুগ্ধ। অভিনেত্রীকে দেখা গেল কালো স্যুইম সুইমস্যুটের সঙ্গে ডেনিম শর্টসে। শর্টস প্যান্টের চেনা খোলা। সমালোচকদের নজরে পড়েছে শেহনাজের শর্টস প্যান্টের খোলা চেন। ট্রোলড হতে হল নায়িকাকে।
সাজপোশাক দিয়ে লোকের নজর কাড়েন উরফি জাভেদ। শেহনাজের ছবি দেখেই অনেকে কটাক্ষ করে উরফির সঙ্গে তুলনা টেনেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Shehnaaz Gill (@shehnaazgill)

অন্য খবর দেখুন

Read More

Latest News