ওয়েব ডেস্ক: সম্প্রতি বলিউড অভিনেতা সনু সুদ(Sanu Sood) মুম্বইয়ে(Mumbai)র একটি বিলাসবহুল ফ্ল্যাট(Luxurious flat) প্রায় ৮.১০ কোটি টাকায় বিক্রি করেছেন(Sell out)।
প্রসঙ্গত, জানা যাচ্ছে সনুর লোখেন্ডওয়ালা(Lokhendwala) মিনার্ভাতে অবস্থিত এই ফ্ল্যাটটি ১২৪৭ বর্গফুটের। এই ফ্ল্যাটটি তিনি কিনেছিলেন ২৩ বছর আগে। জানা যাচ্ছে গণেশ চতুর্থীর(Ganesh Chaturthi) দিন তিনি এই বিলাসবহুল ফ্লাটটি বিক্রি করলেন। এটি তিনি একসময় প্রায় ৫ কোটি টাকা দিয়ে কিনেছিলেন। হঠাৎ ৩ কোটি টাকার বেশি তিনি এই ফ্ল্যাটটি বিক্রি করে লাভ করেছেন।
আরও পড়ুন:মিঠুনের সঙ্গে জমজমাট নাচ দেবশ্রীর
বলিউডের এই অভিনেতা সব সময় গরীব ও অসহায় মানুষদের পাশে থাকেন। করোনাকালে তার মাসিহা হয়ে ওঠার কাহিনী সকলেই জানে। জীবনের পরোয়া না করে অসংখ্য শ্রমিকদের তিনি নিজের খরচায় বাড়ি পাঠিয়েছেন এবং নানাভাবে সাহায্য করেছেন।
সনু র আনুমানিক সম্পদের পরিমাণ ১০০ কোটি টাকার বেশি। চলচ্চিত্র,বিজ্ঞাপন এবং ব্যবসা থেকে তিনি এই অর্থ উপার্জন করেছেন। তাঁর দুর্দান্ত অভিনয় কেরিয়ারের পাশাপাশি ইতিমধ্যেই পরিচালক হিসেবে ডেবিউ করেছেন। তাছাড়াও প্রোডাকশন হাউজ রয়েছে সেখান থেকেও তার আয়ের পরিমাণ যথেষ্ট। কিন্তু তারপরেও সদস্যকে কেন ফ্ল্যাট বিক্রি করতে হলো! তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।
সোনু সুদ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মধ গজ রাজা’। চলতি বছরের ২৫ জানুয়ারি মুক্তি পায় এটি। তাছাড়া চলতি বছরে হিন্দি ভাষার ‘ফতেহ’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয়েছে তার। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন।
দেখুন অন্য খবর: