Sunday, October 12, 2025
HomeScrollরাজীব কুমারের আগাম জামিন বাতিলের মামলা, কী বললেন সজল ঘোষ?
Rajeev kumar

রাজীব কুমারের আগাম জামিন বাতিলের মামলা, কী বললেন সজল ঘোষ?

আগামীকাল মামলা খারিজ হলে অকাল দিওয়ালি হতে পারে বাংলায়, কটাক্ষ বিজেপি নেতার

ওয়েবডেস্ক- রাজীব কুমারকে (Rajeev kumar)  নিয়ে শাসক দলকে (State Government) তীব্র আক্রমণ করলেন বিজেপির সজল ঘোষ (Bjp Leader Sajal Ghosh)। এদিন তিনি বলেন, যদি রাজীব কুমারকে জেলে যেতে হয়, তাহলে শাসকদলের উপর এর প্রভাব পড়বে। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(দিদি)র (Mamata Banerjee)  তো ডান হাত কাটা যাবে। কারণ রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও রাইট হ্যান্ড নেতা নেই। তাই কিছু পুলিশের আর কিছু আমলা মমতা রাইট হ্যান্ড হয়েছেন। তার মধ্যে অন্যতম কুচক্রী হচ্ছে রাজীব কুমার। এত অসভ্য, বর্বর মানুষ , এত গালি খাবার পরেও এই রাজ্যে টিকে আছে। অন্য কেউ হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে-পায়ে ধরে এই রাজ্য থেকে নিজেকে অন্য রাজ্যে সরিয়ে নিত। যাই হোক, লেট বেটার দেন নেভার এটা আমরা কালকে বলতে পারি কিনা আমরা দেখি। সুপ্রিম কোর্ট (Supreme Court) যদি এই মামলাটি কাল খারিজ করে দেয়, তাহলে ৬ বছর তো অনেক সময়, এই সময়টি এনজয় করেছে। যদি কাল এই রায় খারিজ করে তাহলে বাংলার মানুষ আনন্দিত হবে কাল অকাল দিওয়ালিও হতে পারে বাংলায়।

উল্লেখ্য, সারদা চিটফান্ড (Saradha Chit Fund) নিয়ে প্রথম তদন্ত শুরু করে রাজ্য সরকার। রাজ্য সরকারের বিশেষ তদন্তকারী দলের প্রধান ছিলেন রাজীব কুমার। আদালতের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই (CBI)। সেই সময় সিবিআই অভিযোগ করে রাজীব কুমার তদন্তে প্রয়োজনীয় সহযোগিতা করছে না। তদন্ত সংক্রান্ত তথ্য তুলে দিচ্ছে না। এর পরেই রাজীব কুমারকে হেফাজতে নেওয়ার পদক্ষেপ শুরু করে সিনিআই।

আরও পড়ুন- ছ’বছর পর সুপ্রিম কোর্টে ফের উঠছে রাজীব কুমার জামিন মামলা!

২০১৯ সালে ফেব্রুয়ারি মাসে রাজীব কুমারকে অন্তর্বর্তী রক্ষাকবচ দেয় শীর্ষ আদালত। তার সেটি রায় প্রত্যাহার করে নেয়।  তবে শীর্ষ আদালত রাজীব কুমারকে জানিয়ে দেয় চাইলে তিনি আগাম জামিনের আবেদন জানাতে পারেন। সেই অনুযায়ী রাজীব কুমার কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান। হাইকোর্ট সেই আবেদন মঞ্জুর করে। এর পর সিবিআই সেই আগাম জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।

দেখুন ভিডিও-

Read More

Latest News