কলকাতা: পানাগড় কাণ্ডে (Panagargh Case) গ্রেফতার হয়েছিলেন সাদা গাড়ির মালিক ও দুর্ঘটনার সময় চালকের আসনে থাকা বাবলু যাদব। এবার গ্রেফতার হল সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ির চালক। মৃত তরুণীর গাড়ি চালক রাজদেও শর্মা বারবার বয়ান বদল করেছে বলে অভিযোগ।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ড্রাইভার ও সুতন্দ্রার তিন সহকর্মীর গোপন জবানবন্দি নিয়ে পুলিশ নিশ্চিত, সেদিন দুই গাড়ির মধ্যে রেষারেষির ঘটনা ঘটে। তার ফলে দুই গাড়ির সংঘর্ষ ঘটে। পুলিশ সূত্রে খবর, গাড়ি চালক রাজদেও শর্মার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন: যাদবপুরে অশান্তি, উপাচার্যকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ চিকিৎসকের
উল্লেখ্য, ঘটনার পর একাধিকবার বয়ান বদল করেছে সুতন্দ্রার ড্রাইভার। পশ্চিম বর্ধমানের পানাগড়ে দুর্ঘটনায় মৃত্যু হয় ইভেন্ট ম্যানেজার সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। ঘটনার দিন রাতে বিহারের গয়ায় যাচ্ছিলেন তিনি। প্রথমে সুতন্দ্রার গাড়ির চালক ও সহযাত্রীরা অভিযোগ তোলে, মাঝরাতে পানাগড় দিয়ে যাওয়ার সময় সাদা গাড়িতে থাকা কয়েকজন মত্ত তরুণ তাঁদের গাড়িকে ধাওয়া করেছিল। তাঁদের উদ্দেশে নানারকম খারাপ ইঙ্গিত ও কথাও বলেন তাঁরা। সাদা গাড়ির ধাক্কাতেই নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় সুতন্দ্রার গাড়ি।
দেখুন আরও খবর: